পাঁচ ঘন্টার ফ্লাইট শেষে কাতারের সময় দুপুর সোয়া একটায়  বাংলাদেশ সময় বিকেল সোয়া চারটায়) বাংলাদেশ জাতীয় ফুটবল দল দোহায় পৌঁছায়। ফুটবল দলের সবাই স্বাভাবিক ও সুস্থ রয়েছে। বাংলাদেশ ফুটবল দলের সবাইকে করোনা পরীক্ষা করবে কাতার। করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে অনুশীলন হবে জামালদের। 

বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের তিনটি ম্যাচ খেলার জন্য কাতার গিয়েছে। ম্যাচ তিনটি হবে যথাক্রমে ৩, ৭ ও ১৫ জুন। বাংলাদেশ বাছাইয়ের আগের ম্যাচগুলোর মধ্যে শুধুমাত্র ভারতের বিরুদ্ধে এক পয়েন্ট পেয়েছিল। 

এজেড/এমএইচ