মাহমুদউল্লাহর দেওয়া ‘জীবন’ পেয়ে পেরেরার রেকর্ড
ব্যক্তিগত ৯৭ রানের সময় দুই রান নিয়ে গিয়ে বিপত্তিতে পড়েছিলেন কুশাল পেরেরা। সে যাত্রায় রান আউট থেকে বাঁচেন তিনি। মুস্তাফিজের রহমানের করা ৩২তম ওভারে পঞ্চম বলটি ঠিকঠাক খেলতে পারেননি পেরেরা। স্লোয়ার বলটি ব্যাটের কানায় লেগে ক্যাচ উঠে যায় মিড অফে দাঁড়ানো মাহমুদউল্লাহ রিয়াদের হাতে। তবে ক্যাচটি তালুবন্দি করতে পারেননি তিনি।
মাহমুদউল্লাহর দেওয়া উপহার কাজে লাগাতে ভুল করেননি পেরেরা। পরেই বলেই ডিপ স্কোয়ার লেগে ঠেলে দিয়ে ব্যক্তিগত শতক উদযাপন করেন শ্রীলঙ্কার ওপেনার। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। কোনো লঙ্কান অধিনায়ক এই প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করলেন বাংলাদেশের বিপক্ষে।
বিজ্ঞাপন
একদিনের ফরম্যাটে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের পেলেই যেন জ্বলে ওঠে পেরেরার ব্যাট। চলমান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শুরুর দুই ম্যাচে নিষ্প্রাণ থাকলেও তৃতীয় ও শেষ ম্যাচে জ্বলে উঠেছেন শ্রীলঙ্কান অধিনায়ক। পঞ্চাশ ওভারের ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
ওয়ানডে ক্যারিয়ারের ৬টি সেঞ্চুরির মধ্যে তিনটিই করলেন বাংলাদেশের বিপক্ষে। এই ফরম্যাটে সবশেষ সেঞ্চুরি পেয়েছিলেন টাইগারদের বিপক্ষে ২২ মাস আগে, ২০১৯ সালের জুলাইয়ে।
বিজ্ঞাপন
তবে শুধু মাহমুদউল্লাহই নন। এই ম্যাচে আরও দুই বার জীবন পেয়েছেন পেরেরা। ব্যক্তিগত ৬৬ রানের সময় মুস্তাফিজের থেকে সুযোগ পান তিনি। ৭৯ রানের সময় পেরেরার ক্যাচ ফেলেন আফিফ হোসেন।
টিআইএস/এমএইচ