বিশ্বনাথ ঘোষ/ফাইল ছবি

আধুনিক ফুটবলে ফুলব্যাক পজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে'র কপালে চিন্তার ভাজ। এই পজিশনে তার পরীক্ষিত ফুটবলার বিশ্বনাথ ঘোষ নেই। কাতার থেকেও ২৩ বছর বয়সী রাইটব্যাক বিশ্বনাথকে মিস করছেন এই ব্রিটিশ কোচ। 

কাতার থেকেই পুনরায় জাতীয় দলে ডেকেছিলেন বিশ্বনাথকে।  করোনা পরীক্ষা, বিমান টিকিটও বুকিং দিয়েছিল ফেডারেশন। বিশ্বনাথ ইনজুরিতে রয়েছেন। এরপরও কোচ তাকে দলের সঙ্গে রেখে দেখতে চেয়েছেন। ইনজুরির জন্য বিশ্বনাথকে রিপোর্টিং করতে দেয়নি তার ক্লাব বসুন্ধরা কিংস। কোচ জেমি ডে বিষয়টি মেনে নেন। গত এক সপ্তাহ যাবত কিংসের দলের সঙ্গে অনুশীলন করছেন বিশ্বনাথ। এই ভিডিও দেখেই পুনরায় কাতার থেকে বিশেষ তলব করেন কোচ। কিন্তু বিশ্বনাথের ক্লাব বসুন্ধরা কিংস তাকে ছাড়েনি। ক্লাবের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আমাদের একজন খেলোয়াড় দেশের হয়ে খেলবে এটা আমাদেরও গর্ব। কিন্তু সে এখনো ফিট নয়। তাকে ফিজিও এক সপ্তাহ পুর্নবাসনের মধ্যে থাকতে বলেছেন। সে এখনো ঠিক মতো রানিং করতে পারছে না।’

ফিফার আইন অনুযায়ী জাতীয় দলের জন্য খেলোয়াড় চাইলে ক্লাব ৭২ ঘন্টা আগে ছাড়তে বাধ্য। কোচ বিশ্বনাথকে চেয়েছিলেন। বাফুফে চাইলে কিংসের উপর এই ব্যাপারে কঠোর ভূমিকা নেয়ার এখতিয়ার রাখে। কিংসের সভাপতি ইমরুল হাসান আবার বাফুফেরও সহ-সভাপতি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা নিয়ম ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। সে এখনো পুরোপুরি ফিট নয়। আমরা ফেডারেশনে তার চিকিৎসার সকল কাগজ দিয়েছি।’ 

কাতারে জাতীয় দলের শেষ ম্যাচ ১৫ জুন। এখনো দুই সপ্তাহ সময়। এক সপ্তাহ পর কোচ পুনরায় চাইলে ছাড়ার কথা বলেন ক্লাব সভাপতি, ‘ফিজিও এক সপ্তাহ সময়ের কথা বলেছে। এক সপ্তাহ পর কোচ চাইলে ও সে সুস্থ হলে অবশ্যই ছাড়ব।’ 

বিশ্বনাথ মার্চে নেপালে ত্রিদেশীয় আন্তর্জাতিক টুর্নামেন্টে কিরগিজস্তানের বিরুদ্ধে খেলার সময় ইনজুরিতে পড়েন। এর পর থেকে মাঠের বাইরে। বিশ্বনাথের ইনজুরির জন্য কিংসের হয়ে ফিফায় ক্ষতিপূরণ দাবি করেছে বাফুফে। 

এজেড/এটি