বিদায় বেলায় ম্যানসিটি স্টাফদের উপহার আগুয়েরোর
ম্যানচেস্টার সিটির সঙ্গে এক দশকের সম্পর্ক সার্জিও আগুয়েরোর। ১০ বছরে ম্যানসিটির ঘরের ছেলে হয়ে উঠেছিলেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। অবশেষে সিটি ছেড়ে নতুন ঠিকানায় নাম লিখিয়েছেন আগুয়েরো। আপাতত বার্সেলোনার সঙ্গে ২ বছরের চুক্তি করেছেন তিনি। ৩০ জুন ম্যানসিটির সঙ্গে সম্পর্ক শেষ হবে তার। প্রিয় ক্লাব ছাড়ার আগে ইতিহাদ স্টেডিয়ামের কর্মকর্তা-কর্মচারিদেকে আকর্ষণীয় পুরষ্কার দিয়েছেন আগুয়েরো।
চুক্তি অনুযায়ী আগামী ১ জুলাই থেকে আগুয়েরো হয়ে যাবেন বার্সেলোনার। ইতিহাদ ছাড়লেও সর্বকালের সেরা ফুটবলার হিসেবেই বিবেচিত হবেন তিনি। ম্যানসিটির হয়ে তার যা অর্জন, সেটি আর কারও নেই। ক্লাবটির হয়ে ৩৯০ ম্যাচ খেলে ২৬০ গোল করে দলটির সর্বকালের শীর্ষ গোলদাতা আগুয়েরো। ম্যানসিটির কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন এবং দিয়েছেন, সেটি স্মরণীয় হয়ে থাকবে।
বিজ্ঞাপন
ক্লাব ছাড়ার আগে বিদায় বেলায় ক্লাবের স্টাফদের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে সংশ্লিষ্ট সবার জন্যই দামি ঘড়ি উপহার হিসেবে দিয়েছেন আগুয়েরো। এবং সবাইকেই ঘড়ি উপহার দিয়ে এসেছেন তিনি। স্টাইলিস্ট ট্যাগ হিউয়ের ফর্মুলা ওয়ান ডিজাইনের প্রতিটি ঘড়ি মূল্য পড়েছে ১১০০ ইউরো করে। মোট ৬০টি ঘড়ি কিনেছেন তিনি, ৬০ জন স্টাফকে উপহার দেয়ার জন্য।
সিটি ছাড়ার আগে যে রেঞ্জ রোভার গাড়িটি তিনি ব্যবহার করতেন, সেটিও উপহারের জন্য বরাদ্ধ করেছেন। তবে এই গাড়িটি নির্দিষ্ট কাউকে দেবেন না আগুয়েরো। ৫০ হাজার ইউরো (প্রায় ৫০ লাখ টাকা) মূল্যের রেঞ্জ রোভার গাড়িটির ভাগ্য নির্ধারণ হবে লটারির মাধ্যমে। এজন্য আগুয়েরো নিজেই ৬০ জন ম্যানসিটি স্টাফের জন্য লটারির টিকিট তৈরি করেছেন। যেটির মাধ্যমে একজন বিজয়ীকে বেছে নিয়ে ব্যক্তিগত গাড়িটি উপহার দেবেন আগুয়েরো।
বিজ্ঞাপন
টিআইএস