গতকাল মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনাল আলোক স্বল্পতার জন্য সম্পূর্ণ হয়নি। ফাইনাল ম্যাচের বাকি অংশ সপ্তাহ খানেক পিছিয়ে আগামী মঙ্গলবার মাঠে গড়াবে। তবে একই ভেন্যুতে অর্থাৎ ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আজ বাফুফের লিগ কমিটির জরুরি সভায় এমন সিদ্ধান্ত হয়।

লিগ কমিটির চেয়ারম্যান বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। তিনি কমিটির সভায় সভাপতিত্ব করলেও মিডিয়ায় ব্রিফ করেছেন বাফুফের নির্বাহী সদস্য ও লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরি। তিনি বলেন, 'আমরা লিগ কমিটির জরুরি সভায় ফেডারেশনের কাপের অসমাপ্ত ফাইনাল আগামী মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় একই ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। অতিরিক্ত সময়ের বাকি ১৫ মিনিট যদি সমতা থাকে তাহলে খেলা টাইব্রেকারে গড়াবে।'

ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচ ছিল ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যে। লিগ কমিটির চেয়ারম্যান স্বয়ং বসুন্ধরা কিংসের সভাপতি। যেহেতু এটা দুই দলের বিষয় সেক্ষেত্রে আবাহনী দলের কোনো প্রতিনিধি আজকের মিটিংয়ে কেউ ছিল কিনা বা বাফুফের সিদ্ধান্তে তাদের সম্মতি রয়েছে কি না? এমন প্রশ্নের উত্তরে লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান বলেন, 'এখানে প্রতিনিধি ডাকার কোনো সুযোগ নেই। আমরা বাইলজ অনুযায়ী কাজ করছি। যেটা করেছি বাইলজ অনুযায়ী সঠিক করেছি।'

২৬ এপ্রিল শনিবার ঢাকা আবাহনীর কুমিল্লায় মোহামডোনের বিপক্ষে গুরুত্বপূর্ণ লিগ ম্যাচ। সেই ম্যাচের ৪৮ ঘন্টা পর আরেক ভেন্যুতে ফেডারেশন কাপের অসমাপ্ত ফাইনাল। এই ব্যাপারে আবাহনী ক্লাব এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। ফেডারশেন থেকে চিঠি পাওয়ার পর ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করবে।

পুনরায় খেলা হওয়া মানে ক্লাবগুলোর জন্য বাড়তি ব্যয়। অসমাপ্ত ম্যাচের জন্য ক্লাবগুলোর ব্যয় নির্বাহে ফেডারেশনের সহায়তা নিয়ে লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান বক্তব্য, 'এই ব্যাপারে আমাদের কোনো আলাপ হয়নি। আমরা আগে খেলা শেষ করতে চাই। পরবর্তীতে যদি কোনো ক্লাব ফেডারেশন বা লিগ কমিটির কাছে আবেদন করে এ নিয়ে তখন আমরা বিবেচনা করব।'

এজেড/এইচজেএস