ইউসিএল সেমিফাইনাল
বার্সা-ইন্টার সেমিফাইনাল : সুপার কম্পিউটারের মতে জিতবে যারা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ (মঙ্গলবার) দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে বার্সেলোনা ও ইন্টার মিলান। এর আগে বার্সার মাঠে প্রথম লেগ ৩-৩ গোলে ড্র হয়েছিল। ফলে ফাইনালে কারা উঠবে তা ফিরতি লেগেই নিষ্পত্তি হতে যাচ্ছে। এদিকে, ফুটবলের পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা ভবিষ্যদ্বাণী দিয়েছে আজকের ম্যাচ নিয়ে। যা ব্লু-গ্রানাদের জন্য স্বস্তির খবরই বটে!
আজ সেমিফাইনালের ফিরতি লেগটি হবে মিলানের মাঠ সান সিরোতে। সফরকারী হিসেবে মাঠে নামলেও, এই ম্যাচে বার্সাকেই ফেভারিট বলছে অপ্টার সুপার কম্পিউটার। প্রতিষ্ঠানটির মতে– হ্যান্সি ফ্লিকের শিষ্যদের জয়ের সম্ভাবনা ৪১.১ শতাংশ। বিপরীতে স্বাগতিক ইন্টার মিলানের পক্ষে ৩৪ শতাংশ সম্ভাবনা দেখছে অপ্টা। এ ছাড়া তাদের মতে প্রথম ৯০ মিনিটে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২৪.৯ শতাংশ।
বিজ্ঞাপন
নির্ধারিত সময়ে কোনো দলই গোল না পেলে খেলা গড়াবে অতিরিক্ত ৩০ মিনিটে। ওই সময়ের ভেতরও স্কোরবোর্ডে কেউ নাম না তুলতে পারলে খেলা টাইব্রেকারেই নিষ্পত্তি হবে। অপ্টার বাজি বার্সেলোনার পক্ষে থাকলেও, পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ৬ ম্যাচে ইতালিয়ান ক্লাবটির মাঠে খেলতে নেমে মাত্র একটিতে জিতেছে কাতালানরা। অন্যদিকে, ঘরের মাঠে সিমোন ইনজাঘি’র ইন্টার মিলান ইউরোপীয় প্রতিযোগিতায় অপ্রতিরোধ্য। নিজেদের সবশেষ ১৫ ম্যাচেই তারা অপরাজেয় থাকার কীর্তি গড়েছে।
বিজ্ঞাপন
এই ম্যাচের আগে প্রতিপক্ষ মিলান সংশ্লিষ্টদের মুখে একটাই নাম, আর তা লামিনে ইয়ামাল। স্প্যানিশ এই তরুণ তারকা মুহূর্তেই খেলার মোড় বদলে দেওয়ার মতো ঝলক দেখাতে সিদ্ধহস্ত। তারই হয়তো প্রভাব রয়েছে অপ্টার ভবিষ্যদ্বাণীতে। বার্সা ফরোয়ার্ড লামিনে ইয়ামালকে নিয়ে ইন্টার কোচ ইনজাগি সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘আমাদের চেষ্টা করতে হবে সে যেন সে বল না পায়, যদিও এটা অসম্ভব। তাকে দুইজনের পাহারায় রাখা হবে।’
আরও পড়ুন
ইন্টার মিলান যদি এরকম কিছু আসলেই করতে চায় তাহলে সমস্যা দেখছেন না স্প্যানিশ মিডফিল্ডার দানি অলমো, ‘আমরা সবাই জানি, সে (ইয়ামাল) কেমন খেলোয়াড়। এটা (ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্স) আমাকে একটুও বিস্মিত করে না। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে সে খুবই শান্ত ও দারুণ অনুপ্রাণিত। (ইন্টারের) দুজন মিলে তাকে আটকাতে চায়? এর অর্থ হলো আমাদের একজন খেলোয়াড় অরক্ষিত থাকবে এবং সে ইতোমধ্যে দেখিয়েছে যে, সে এক, দুই ও তিন জনের বিপক্ষে খেলতে পারে।’
যেভাবে কাজ করে অপ্টার সুপার কম্পিউটার
মূলত কিছু সম্ভাব্য যুক্তি ও অনুমানের ভিত্তিতে ফলাফল আসে পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার ভবিষ্যদ্বাণীতে। যেখানে কিছু পরিমাপ-বিজ্ঞান, বেটিং হাউজের মন্তব্য এবং অপ্টার পাওয়ার র্যাঙ্কিং বিবেচনায় নেওয়া হয়। যেখানে বিশ্লেষণ করা হয় সংশ্লিষ্ট দলগুলোর পারফরম্যান্স, ঐতিহাসিক এবং সাম্প্রতিক উভয়দিক থেকেই।
এএইচএস