গত কয়েক বছরের মধ্যে বাংলাদেশ ফুটবল দলের সবচেয়ে আলোচিত ম্যাচ ২০১৯ সালে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ ও এশিয়ান কাপ ম্যাচ। সল্টলেকে সেই ম্যাচে বাংলাদেশ ১-১ গোলে ড্র করেছিল। অ্যাটাকিং মিডফিল্ডার সাদ উদ্দিনের গোলে বাংলাদেশ ওই ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েছিল। 

ইনজুরির জন্য সেই সাদ উদ্দিন কাতারে দলের সঙ্গে যেতে পারেননি। বাংলাদেশে থাকলেও সাদ উদ্দিনের মন পড়ে আছে দোহাতে, ‘আমি দেশে থাকলেও তিনটি ম্যাচের জন্য বারবার মন চলে যাচ্ছে দোহায়।’ এই তিন ম্যাচ নিয়ে বাড়তি পরিকল্পনাও ছিল এই মিডফিল্ডারের, ‘আগের লেগে আমি গোল করেছিলাম। এই তিন ম্যাচ নিয়ে আমার পরিকল্পনা ছিল। বিশেষ করে ভারত ম্যাচ নিয়ে।’ 

ওই ম্যাচে ভারতের হয়ে গোল করেছিলেন ডিফেন্ডার আদিল খান। সেই আদিল খান গতকাল বাংলাদেশ ফরোয়ার্ডদের রুখে দেওয়ার হুঙ্কার দিয়েছেন। আদিলের সেই মন্তব্যের প্রেক্ষিতে সাদের বক্তব্য, ‘আমাদের মেধাবী ও কুশলী ফুটবলার রয়েছে। আমরা আশা করি ম্যাচ বের করতে পারব।’ 

নিজে নেই ইনজুরির জন্য। তার ক্লাব ও জাতীয় দলের আরেক সতীর্থ সোহেল রানাও নেই একই কারণে। এরপরও আশাবাদী সাদ, ‘কোচ ভারত সম্পর্কে জানেন। তিনি কৌশল করছেন নিশ্চয়ই। সেই কৌশল অনুযায়ী আমাদের ফুটবলাররা খেলতে পারলে ফলাফল আমাদের দিকে আসতে পারে।’

কাতারে বাংলাদেশ ভারত ম্যাচের স্কোরলাইন সম্পর্কে এই মিডফিল্ডারের মন্তব্য, ‘ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে। ভারত আমাদের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও আমার কাছে ম্যাচটি ফিফটি-ফিফটি। প্রেডিকশন করা কঠিন। আমরা ইতিবাচক ফল প্রত্যাশা করছি।’ সাদ ঢাকাতে আছেন। ক্লাবের সঙ্গে মাঝে মধ্যে অনুশীলন করে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করছেন। 

এজেড/এটি/এমএইচ