জাতীয় দলের সর্বোচ্চ বেতনধারী কোচ এখন আনচেলত্তি, আর কে কত পান
ব্রাজিলের ফুটবল সংশ্লিষ্টদের অনেক প্রতীক্ষা শেষে জাতীয় দলের কোচ হলেন কার্লো আনচেলত্তি। গত সোমবার তিনি রিও ডি জেনেইরোতে পা রাখার দিনেই আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন। তার ওপর এই সময়ের মধ্যে যেমন দল ঘোষণার চাপ ছিল, তেমনি তিনি নিজেও যে ইতোমধ্যে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের নিয়ে ভাবতে শুরু করেছেন সেই ইঙ্গিতও মিলেছে। সঙ্গত কারণে আলোচনায় আসছে আনচেলত্তির বেতন ও সুযোগ-সুবিধার বিষয়।
সদ্য সাবেক রিয়াল মাদ্রিদের এই ইতালিয়ান কোচকে সেলেসাওরা কোচ বানিয়েছে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। আনচেলত্তি নিজেও অনেকটা অগোছালো দলটির জন্য সেই চ্যালেঞ্জ নিতে আগ্রহী ছিলেন। কিংবদন্তি এই কোচকে পেতে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) গত মৌসুমে আটঘাট বেঁধে নেমেছিল। সেই দফায় সফল না হলেও এবার সিবিএফ বেশ চড়া দামেই তাকে রাজি করিয়েছে। যদিও তারা আনচেলত্তির পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা কেমন, তা প্রকাশ করেনি।
বিজ্ঞাপন
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র তথ্যমতে, ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার মাধ্যমেই বিশ্বের সর্বোচ্চ বেতনধারী কোচে পরিণত হয়েছেন আনচেলত্তি। প্রতি মাসে তার পারিশ্রমিক ৫.৩ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল। যা বাৎসরিক হিসাবে দাঁড়াবে ৬৩.৬ মিলিয়ন রিয়াল কিংবা ১০ মিলিয়ন ইউরোর কাছাকাছি। বাংলাদেশি মুদ্রায় আনচেলত্তির বাৎসরিক আয় হবে প্রায় ১৩৮ কোটি ৫১ লাখ টাকা।
বিজ্ঞাপন
সিবিএফের সঙ্গে চুক্তিতে উল্লেখ রয়েছে, আনচেলত্তি যদি ব্রাজিলকে ২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করতে পারেন, তবে তার অতিরিক্ত বোনাস হিসেবে মিলবে ৫ মিলিয়ন ইউরো বা ৬৯ কোটি সাড়ে ২৫ লাখ টাকা। আনচেলত্তি নিজেও তার আগমনের লক্ষ্য স্বীকার করেছেন অকপটে, ‘ইতিহাসই বলে দেয় ব্রাজিল বিশ্বের সেরা জাতীয় দল। যারা পাঁচবার বিশ্বকাপ জিতেছে এবং ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে আমাকে বেছে নিয়েছে।’
কেবল জাতীয় দলই নয়, ক্লাবের হিসাব মিলিয়ে সবচেয়ে বেশি বেতনধারী কোচদের মধ্যে আনচেলত্তি ছিলেন শীর্ষ দশে। ব্রাজিলের আরেক সংবাদমাধ্যম গ্লোবো বলছে, আনচেলত্তিকে বছরে ১ কোটি ১১ লাখ মার্কিন ডলার এবং প্রতি মাসে সোয়া নয় লাখ ডলারের মতো বেতন দেবে সিবিএফ। বাংলাদেশি মুদ্রায় যা মাসে ১১ কোটি টাকার বেশি। বেতনের বাইরে তিনি রিও ডি জেনেইরোতে বসবাসের জন্য অ্যাপার্টমেন্ট আর যাতায়াতের জন্য জেট বিমানও পাবেন।
আরও পড়ুন
মাসে সর্বোচ্চ বেতনভুক্ত জাতীয় দলের কোচ (ও গ্লোবোর তথ্যমতে)
কার্লো আনচেলত্তি (ব্রাজিল) — ৫.৩ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল
থমাস টুখেল (ইংল্যান্ড) — ৩.১৭৫ মিলিয়ন
মরিসিও পচেত্তিনো (যুক্তরাষ্ট্র) — ২.৮ মিলিয়ন
জুলিয়ান নাগালসম্যান (জার্মানি) — ২.৫ মিলিয়ন
রবার্তো মার্টিনেজ (পর্তুগাল) — ২.১ মিলিয়ন
দিদিয়ের দেশম (ফ্রান্স) — ১.৯ মিলিয়ন
রোনাল্ড কোম্যান (নেদারল্যান্ডস) — ১.৫৭ মিলিয়ন
লুসিয়ানো স্পালেত্তি (ইতালি) — ১.৫৭ মিলিয়ন
লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা) — ১.২ মিলিয়ন
ভিনসেঞ্জো মন্তেলা (তুরস্ক) — ৯ লাখ ৪৫ হাজার
ক্লাব ফুটবলে বার্ষিক সর্বোচ্চ বেতনধারী কোচ (আনচেলত্তি রিয়াল ছাড়ার আগে)
দিয়েগো সিমিওনে (অ্যাতলেটিকো মাদ্রিদ) — ১৯৪.১ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল
পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি) — ১৫৫ মিলিয়ন
মিকেল আর্তেতা (আর্সেনাল) — ১১৬.৯ মিলিয়ন
স্টেফানো পাওলি (আল নাসর) — ১১৬.২ মিলিয়ন
ডেভিড ময়েস (এভারটন) — ৯৩.৭ মিলিয়ন
লুইস এনরিক (পিএসজি) — ৭১.৯ মিলিয়ন
ম্যাথিয়াস জেইসলে (আল-আহলি) — ৭১.৯ মিলিয়ন
হোসে মরিনিয়ো (ফেনারবাচ) — ৬৮.৯ মিলিয়ন
জর্জ জেসুস (আল-হিলাল) — ৬৪.৪ মিলিয়ন
কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ) — ৬২.২ মিলিয়ন
এএইচএস