বাংলাদেশ ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তিন বছরের বেশি সময় কাজ করছেন। এরপরও তার দল নির্বাচন, খেলার পদ্ধতি নিয়ে ফুটবলাঙ্গনে প্রশ্ন ব্যাপক। আগামীকাল সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার জন্যও একটি পরীক্ষা। 

আজ ম্যাচ পুর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে চাকরির শঙ্কা নিয়ে প্রশ্ন হয়েছিল। স্পেনিশ কোচ বেশ হাস্যরসাত্মক উত্তরই দিয়েছেন, ‘আমি যতটুকু জানি আমার চুক্তি ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত রয়েছে। এটা নিয়ে আমি ভাবছি না। কালকের ম্যাচ নিয়েই মনোযোগ।’ 

কোচ বিষয়টি এভাবে বর্ণনা করলেও বাফুফে কিংবা কোচ উভয়পক্ষ আলোচনার ভিত্তিতে আগেই চুক্তি সমাপ্তি করতে পারে। আগামীকাল ঢাকায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ। ফুটবল উন্মাদনা দেশের সর্বত্র। এটাকে কোচ হ্যাভিয়ের বাড়তি চাপ হিসেবে নিচ্ছেন না, ‘আমরা কালকের ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত। ম্যাচটি জয়ের জন্যই খেলব।’ 

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচগুলো নির্ধারিত সময়ে ড্র থাকলে খেলা অমীমাংসিতই থাকে। অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে গড়ায় না। বাংলাদেশ দলে অনেকেই রয়েছেন যারা পেনাল্টিতে বেশ দক্ষ। ম্যাচের মধ্যে বাংলাদেশ পেনাল্টি পেলে কে শট নেবেন এমন প্রশ্ন হলে সংবাদ সম্মেলনে কোচ চমকপ্রদ তথ্য দিয়েছেন, ‘বাংলাদেশের হয়ে ৩২ ম্যাচ কোচিং করিয়েছি। এখন পর্যন্ত কোনো পেনাল্টি পাইনি। তবে অবশ্যই আমাদের দলে ভালো পেনাল্টি শট নেয়ার খেলোয়াড় রয়েছে।’ 

এজেড/জেএ