কাতার ম্যাচে খেলা প্রথম একাদশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে তিনটি পরিবর্তন এনেছেন ভারতীয় ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচ। ওই ম্যাচে ভারতীয় ডিফেন্ডার রাহুল ভেকেল লাল কার্ড দেখেন।

তার পজিশন পরিবর্তন হওয়াটা স্বাভাবিক ছিল। ক্রোয়েশিয়ান কোচ ভেকের পজিশনের পাশাপাশি আরও দুই জনকে বদলেছেন। প্রথম লেগে ভারতের হয়ে গোল করা আদিল খান বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচে প্রথম একাদশে নেই। গত ম্যাচেও একাদশে ছিলেন আদিল খান।

ভারতীয় একাদশ: গুরপ্রীত সিং (গোলরক্ষক),  সুভাশিষ বোস, সিং কোনসাম, সন্দেশ জিরগান, মার্টিন্স, মানভির সিং, ব্রেনডেন ফারনানদেজ, সুনীল ছেত্রী (অধিনায়ক ), বিপিন সিং কুমাম, উদাতা সিং ও সুরেশ সিং। 

এজেড/এমএইচ