অধিনায়ক ফরহাদ রেজা জেতালেন প্রাইম দোলেশ্বরকে
বল হাতে ৪ ওভারে ৪৮ রান খরচায় নিয়েছিলেন ১ উইকেট। তবে ফরহাদ রেজা আসল কাজটা করেছেন ব্যাট হাতে। ম্যাচ যখন হাতছাড়া হওয়ার যোগাড়। তখনই তিনি জ্বলে উঠেছেন ব্যাট হাতে। তাতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ২ বল আগে চার উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর।
সোমবার ডিপিএলের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শাইনপুকুর। টস জিতে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় তারা। উদ্বোধনী জুটিতে ৪৯ রান যোগ করেন তানজিদ হাসান ও সাব্বির হোসেন।
বিজ্ঞাপন
৩ চার ও ১ ছক্কায় ১৬ বলে ২৫ রান করেন তানজিদ হাসান। ৪ চার ও ২ ছক্কায় ১৯ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলেন সাব্বির হোসেন। পরে মাইদুল ইসলাম অঙ্কনের ৩২ বলে ৪৪ রানের ইনিংসে বড় সংগ্রহই পায় শাইনপুকুর।
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান করে তারা। দোলেশ্বরের পক্ষে ৪ ওভারে ২১ রান দিয়ে দুই উইকেট নেন অলরাউন্ডার শামীম পাটোওয়ারি। রিয়াজুর রহমান রাজা ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ২ উইকেট। এক উইকেট করে নেন ফরহাদ রেজা ও কামরুল হাসান।
বিজ্ঞাপন
জবাব দিতে নেমে ব্যর্থ হন দোলেশ্বরের দুই ওপেনারই। তবে ফিফটি তুলে নেন তিন নম্বরে খেলতে নামা সাইফ হাসান। ৩ চার ও ৪ ছক্কায় ৩৫ বলে ৫০ রান করে তানভীর ইসলামের বলে আউট হন তিনি। ৬ চার ও ১ ছক্কায় ৩৩ বলে ৪১ রান করেন ফজলে মাহমুদ।
তবুও দোলেশ্বরের জন্য ম্যাচটা বেশ কঠিন হয়ে যাচ্ছিলো। কিন্তু ফরহাদ রেজার ২ চার ও ছক্কায় ১১ বলে ২৭ রানের ঝড়ে সেটা সহজ হয়ে যায়। ৪ উইকেটের জয় পায় দোলেশ্বর।
এদিকে সাকিব আল হাসানের মোহামেডান পেল লিগে প্রথম হারের তিক্ত স্বাদ। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব জিতল ১৬ রানে।
সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেখ জামাল ২০ ওভারে করে ৫ উইকেটে ১৬১ রান। নুরুল হাসান সোহান অপরাজিত থাকেন ৩৪ বলে ৬৬ রানে। ১৭ বলে ৩৫ রানে জিয়াউর রহমান। মোহামেডানের এটি চতুর্থ ম্যাচে প্রথম হার, সমান ম্যাচে শেখ জামালের এটি দ্বিতীয় জয়।
এমএইচ/এটি