ইন্টার মিলান দশ বছর পর লিগ জিতেছে, যার কুশীলব দু'জনে। একজনের জীবন যখন সঙ্কটাপন্ন, অন্যজন কি আর তাকে স্মরণ না করে পারেন? বেলজিয়ামের ৩-০ গোলে রাশিয়াকে হারানোর ম্যাচে রোমেলু লুকাকু করলেন দুই গোল। এরপরই স্মরণ করলেন সতীর্থ ক্রিশ্চিয়ান এরিকসেনকে।

প্রথম গোলটা আসে ম্যাচের দশ মিনিটে। গোলটা করেই ছুটলেন ক্যামেরার দিকে। বললেন, ‘আমি তোমাকে ভালোবাসি, ক্রিস।’ এরপর থমাস মিউনিয়েরের গোলে ম্যাচটা রাশানদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায় বেলজিয়াম। ৮৮ মিনিটে আবারও এক গোল লুকাকুর। 

যাতে ইউরোর সোনার জুতোর দাবিটা তো তুলেই রাখলেন, আরও এক দফা সতীর্থকেও করলেন স্মরণ। ম্যাচ শেষে ইন্টার মিলান সতীর্থের জন্য করলেন প্রার্থনা। বললেন, ‘আমি আজ অনেক কাঁদছিলাম। আমার ভাবনা আর আমার হৃদয় এখন তার সঙ্গে আছে, কেবলই তার জন্য। তার সঙ্গে, তার দারুণ পরিবারের সঙ্গে দুটো বছর কাটানোর পর এ ঘটনায় বেশ ভয়ই পেয়ে গিয়েছিলাম। আশা করছি সে এখন ভালোই আছে।’

এদিকে বি গ্রুপের ম্যাচে রাশিয়াকে উড়িয়ে দিয়ে দারুণ শুরু করেছে শিরোপাপ্রত্যাশী বেলজিয়াম। চলে এসেছে গ্রুপের শীর্ষেও। 

নিজেদের পরের ম্যাচে সেই এরিকসেনের ডেনমার্কেরই মুখোমুখি হবে বেলজিয়াম। ১৭ জুন ম্যাচটা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। 

এনইউ/ওএফ