খেলার মাঝখানেই হঠাৎ লুটিয়ে পড়লেন। কিন্তু কোনো ইনজুরি নয়। ইউরোর ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ডেনমার্ক। ম্যাচের ৪৩ মিনিটের সময় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন ড্যানিশ ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন।

এরপর সতীর্থ ও মেডিকেল টিমের সদস্যরা ধরাধরি করে এরিকসনকে নিয়ে যান মাঠের বাইরে। আশার কথা, এখনো বেঁচে আছেন এরিকসেন। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও এক ছবিতে দেখা গেছে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার সময় হাত তুলেছেন তিনি।

এর আগে রয়টার্সের এক ফটোগ্রাফার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিষয়টি। অঘটনটা ঘটে ম্যাচের ৪৩তম মিনিটে। যখন একটা থ্রো ইন রিসিভ করতে টাচলাইনের কাছে চলে যান এরিকসেন।

বল রিসিভের আগেই হারান জ্ঞান, কোনো রকমের সংঘর্ষ ছাড়াই। ঘটনার আকস্মিকতায় বিহ্বল সবাই ছুটে যান তার কাছে। তখন থেকেই বন্ধ ছিল খেলা। শেষমেশ স্থগিতই ঘোষণা করে দেওয়া হয় খেলাটিকে।

পরে ইউরোর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, হাসপাতালে নেওয়া হয়েছে এরিকসেনকে। এখন তার অবস্থা স্থিতিশীল। ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচের ভাগ্য নিয়ে বৈঠকেও বসেছে দুই দল ও ম্যানেজমেন্ট।

এমএইচ/ওএফ