ইউরোর গ্যালারিতে হাঁটু গেড়ে প্রেম নিবেদন, আলোচনায় তুর্কি যুগল
গত শনিবার রোমে তুরস্ক বনাম ইতালি ম্যাচ দিয়ে ইউরো ২০২০ এর পর্দা উঠেছিল। ইতালি ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল তুরস্ককে। তবে রোমের বিখ্যাত এস্তাদিও অলিম্পিকো শুধুই ইউরোর উদ্বোধনের সাক্ষী হয়ে রইল না। গ্যালারিতে নজর কাড়লেন তুর্কি যুগল। ফুটবলের আবহে বাতাসে প্রেম ছড়িয়ে দিলেন তারা।
তুরস্কের এক যুবক মনের মানুষকে অব্যক্ত ভালোবাসাটা ব্যক্ত করার জন্য বেছে নিয়েছিলেন ইউরোর মঞ্চটাকেই। প্রেমিকা নিয়েই খেলা দেখতে রোমের এস্তাদিও অলিম্পিকোতে এসেছিলেন তিনি। আর তার ফাঁকেই ঘটিয়ে দিলেন সে কাণ্ডটা। খেলার মাঝে তুর্কি তরুণ হাঁটু গেড়ে বসে হাতে আংটি নিয়ে বিয়ের প্রস্তাব দেন তার গার্লফ্রেন্ডকে। তখন গোটা গ্যালারি উঠে দাঁড়িয়ে তাঁদের বিশেষ মুহূর্তটা ক্যামেরা বন্দি করতে শুরু করে দিয়েছে। বয়ফ্রেন্ডের হৃদস্পন্দন না বাড়িয়ে মেয়েটিও সঙ্গে সঙ্গে প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপরেই একে-অপরকে জড়িয়ে ধরেন। সেই ভিডিও রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও পড়ে। সে নিয়ে আলোচনা চলছেই।
বিজ্ঞাপন
ক্রিকেট, ফুটবল কিংবা অন্য যে কোনও বড় স্পোর্টিং ইভেন্ট সাক্ষী থেকেছে গ্যালারির এই ভালবাসার গল্পের। এরকম প্রচুর উদাহরণ রয়েছে। ভালবাসার গল্পে এবারের ইউরোতে আরও একটা পাতা জুড়ে দিলেন তুরস্কের সেই যুগল।
বিজ্ঞাপন