বায়ার্নকে ‘উপহার’ দিয়ে নিজ দলের সমালোচনায় পিএসজি কোচ
চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন ম্যাচ জিতে বায়ার্ন মিউনিখকে স্বাগত জানায় প্যারিস সেন্ট জার্মেই। বুন্দেসলিগা জায়ান্টদের বিপক্ষে আধঘণ্টা পার হতেই দুই গোল হজম করেছিল। দুটি গোলই করেন কলম্বিয়ান তারকা লুইস দিয়াজ। সেই তিনি লাল কার্ড দেখেন প্রথমার্ধের যোগ করা সময়ে। বাকি সময়ে ১০ জনকে পেয়েও বায়ার্নের জাল একবারের বেশি কাঁপাতে পারেনি বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে নিজ দলের সমালোচনায় কুণ্ঠাবোধ হয়নি পিএসজি কোচ লুইস এনরিকের। পার্ক দে প্রিন্সেসে ২-১ গোলে হেরে গেছে স্বাগতিকরা। ৩২ মিনিটের মধ্যে দুই গোল হজম করে ফরাসি চ্যাম্পিয়নরা। তাতে টানা তিন ম্যাচ জেতার পর প্রথম হার দেখে শীর্ষে ওঠার সুযোগ হারালো। মিউনিখ ক্লাব গোলপার্থক্যে এগিয়ে থেকে আর্সেনালকে টপকে এক নম্বরে।
বিজ্ঞাপন
সব প্রতিযোগিতায় টানা ১৬ ম্যাচ জিতেছে বায়ার্ন। নিঃসন্দেহে তারা দারুণ ফর্মে। কিন্তু এই জয়ের জন্য জার্মানদের কৃতিত্ব না দিয়ে নিজেদের ভুলের কথা বললেন এনরিকে।
সাবেক বার্সেলোনা কোচ বললেন, ‘অবশ্যই তারা প্রথমার্ধে আমাদের চেয়ে ভালো ছিল। তারা অনেক সুযোগ তৈরি করেছিল। তবে প্রথমার্ধে আমরাও তাদেরকে কিছু সুন্দর উপহার দিয়েছি। এমন উপহার দিলে তো তারা গোল করবে, এটাই স্বাভাবিক। আমি কোনও অজুহাত দিচ্ছি না। ভালো করা আমাদের দায়িত্ব।’
বিজ্ঞাপন
এমন হারের ব্যাখ্যা দিতে পারেননি এনরিকে, ‘আমার কাছে কোনও ব্যাখ্যা নেই। আমরা বেশ কিছু উপহার দিয়েছি। তারা দুই গোল করেছে, কিন্তু চার গোল করতে পারতো। আমি এমনটা দেখে হতাশ, কারণ আরও ভালো কিছু দেখার আশা করেছিলাম।’
বায়ার্ন কোচ ভিনসেন্ত কোম্পানি তার দলের জয়ের নেপথ্যে টিমওয়ার্কের কথা বলেছেন, ‘এটাই আমাদের সাফল্যে কাজ করেছে। প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে টিমওয়ার্ক গড়ে দিয়েছে পার্থক্য। আপনাকে চ্যালেঞ্জ জিততে হবে। পিএসজির হুমকি খাটো করে দেখা যাবে না। তারা খুবই সক্রিয় ছিল। বলেও তাদের ছন্দ ছিল।’
টানা ১৬ জয়ের আনন্দ যেন বায়ার্নের কাল হয়ে না দাঁড়ায় সেটাও মনে করিয়ে দিলেন কোচ, ‘কাল থেকে আবার শূন্য থেকে শুরু।’
এফআই