২০২২ বিশ্বকাপ খেলতে কাতারে অবস্থান করছিলেন ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার রাহিম স্টার্লিং। ওই সময় প্রথমবার তার বাসায় চুরির ঘটনা ঘটেছিল। যে কারণে তিনি টুর্নামেন্টের মাঝপথে পরিবারের পাশে থাকতে ইংল্যান্ডে উড়াল দিয়েছিলেন। এবার স্টার্লিংয়ের উপস্থিতিতেই দ্বিতীয় দফায় চুরির চেষ্টা হয়েছে তার বাসায়। তবে এবার অজ্ঞাত মুখোশধারী ব্যক্তি ব্যর্থ, এমনকি নিরাপদে আছেন ইংলিশ তারকা ও তার পরিবার।

সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ বলছে, গত শনিবার রাতে রাহিম স্টার্লিংয়ের বাসা ভেঙে ঢোকার চেষ্টা করেন মুখোশধারী ব্যক্তি। ওই প্রসঙ্গে তার পরিবারের এক মুখপাত্র জানিয়েছেন, রাহিম স্টার্লিং আবারও বাড়ি ভেঙে চুরির ঘটনার শিকার হয়েছেন। ওই সময় সন্তান ও পরিবার নিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। তাদের গোপনীয়তা ও নিরাপত্তায় বিঘ্ন ঘটলেও তারা নিরাপদেই আছে। তাদের এই কঠিন সময়ে গোপনীয়তা রক্ষায় সবার সহযোগিতা চাই।’

স্টার্লিংয়ের বাড়িতে অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার বিষয়ে জেনে তার পাশে থাকার কথা জানিয়েছে চেলসি ক্লাব কর্তৃপক্ষ। থেমস ভ্যালি পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরুর কথা নিশ্চিত করেছে। তাদের এক মুখপাত্র জানান, অফিসাররা তদন্ত পরিচালনা করছেন, এই কাজে যেকোনো তথ্য পেতে যে কাউকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এ ছাড়াও ওই এলাকায় সন্দেহভাজন কাউকে দেখলেও পুলিশকে জানাতে বলা হয়েছে।

রাহিম স্টার্লিং তার দীর্ঘ সময়ের সঙ্গী পেইজ মিলিয়ান ও সন্তানদের নিয়ে ওই বাসায় থাকছেন। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপের মাঝপথে চুরির ঘটনা ঘটে তার বাসায়। জাতীয় দল রেখে সাময়িক সময়ের জন্য তাকে পরিবারের কাছে ছুটে যেতে হয়েছিল। স্টার্লিংয়ের একই বাসায় দ্বিতীয় দফায় চোর হানা দিলো এবার। বিশ্বকাপের আসরটিতে ফ্রান্সের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ইংল্যান্ড।

প্রসঙ্গত, ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে চেলসির আরও দুই বছরের চুক্তির মেয়াদ বাকি। যদিও চলতি মৌসুমে তিনি এখনও ক্লাবটির প্রথম স্কোয়াডে জায়গা পাননি। সহসাই যে দলে ডাক পাবেন না সেটাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোচ এনজো মারেসকা। তার সঙ্গে ক্লাবটির চুক্তি হয়েছিল সপ্তাহে ৩ লাখ পাউন্ডের বিনিময়ে। গত মৌসুমে আর্সেনালে লোনে খেললেও সুবিধা করতে পারেননি স্টার্লিং। এ ছাড়া ২০২২ সালের পর জাতীয় দলেও আর ডাক পাননি।

এএইচএস