বাংলাদেশের ডিফেন্সের ভুলে নেপাল এগিয়ে
১৮ নভেম্বর ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচের প্রস্তুতির জন্য আজ নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলছেন জামাল ভূঁইয়ারা। জাতীয় স্টেডিয়ামে চলমান ম্যাচের প্রথমার্ধে সফরকারী নেপাল ১-০ গোলে এগিয়ে রয়েছে।
ম্যাচের ৩২ মিনিটে নেপাল গোল পায়। বাঁ প্রান্ত থেকে আক্রমণ করে নেপাল। ডিফেন্ডার সাদ উদ্দিন নেপালের ফরোয়ার্ডকে ঠিক মতো মার্কিং করতে পারেননি। নেপালি ফুটবলারের কাটব্যাক ক্লিয়ার করতে পারেননি সোহেল রানা। ফলে খানিকটা দৌড়ে এসে রোহিত চাদের নেওয়া জোরালো শট বাংলাদেশের ডিফেন্স ও গোলরক্ষককে পরাস্ত করতে সমস্যা হয়নি।
বিজ্ঞাপন
আট মিনিটে ডিফেন্ডার সাদ ভুল করে নেপালের ফুটবলারের পায়ে বল তুলে দিয়েছিলেন। বিপদ হওয়ার আগেই তিনি আবার ক্লিয়ার করেন। সাদ আন্তর্জাতিক ম্যাচে ক্রমাগত ভুল করলেও কোচ তাকে খেলিয়েই যাচ্ছেন।
হোম ম্যাচ। প্রায় দুই সপ্তাহের অনুশীলন। এরপরও বাংলাদেশ নেপালের বিপক্ষে প্রথমার্ধে তেমন আশাব্যাঞ্জক পারফরম্যান্স করতে পারেনি। বল দখলে থাকলেও সংঘবদ্ধ ও পরিকল্পিত আক্রমণ দেখা যায়নি। ফরোয়ার্ড রাকিব ও ফয়সাল আহমেদ ফাহিম গোলের সুযোগ পেয়েও ফিনিশিং দক্ষতায় বল জালে পাঠাতে পারেননি।
বিজ্ঞাপন
বাংলাদেশ দুটি কর্নার পেয়েছিল দুই প্রান্ত থেকে। তেমন কিছু করতে পারেনি। ২৬ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ পেয়েছিল বাংলাদেশই। নেপালের ডিফেন্ডার হেডে বল ক্লিয়ার করতে পারেননি। বাংলাদেশের দুই ফরোয়ার্ড রাকিব ও ফাহিম বলের নাগালে ছিলেন। এরপরও পুরোপুরি নিয়ন্ত্রণ না পাওয়ায় শট নেওয়া হয়নি ফাহিমের।
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ক্লাব পুলিশের অধিনায়ক কিরণ লিম্বু। তিনি নেপালেরও অধিনায়ক। আজকের খেলায় প্রথমার্ধে তিনি বেশ কয়েকটি আক্রমণ দারুণ দক্ষতায় সেভ করেন।
হামজা চৌধুরী অন্য দিনের মতো আজও মাঠ জুড়েই খেলেছেন। আক্রমণের সময় নেপালের বক্সে হাত তুলে বল চেয়েছিলেন। সতীর্থ সোহেল রানা তাকে পাস না দিয়ে উল্টো লক্ষ্যভ্রষ্ট শট করেন। হামজা ডান প্রান্তে রানিংয়ে পা ঘুরিয়ে পাস দিয়ে তার জাত চিনিয়েছেন।
এজেড/এফএইচএম