আগের দিন বার্সেলোনা ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তনের দিনে বড় জয়ে লা লিগায় শীর্ষে উঠেছিল। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ গতকাল (রোববার) একটুর জন্য হারেনি। জুড বেলিংহ্যামের শেষ দিকের গোলে ২-২ এ এলচের মাঠে ড্র করেছে তারা। জিততে না পারলেও এক পয়েন্ট নিয়েই বার্সাকে পেছনে ফেলেছে মাদ্রিদ ক্লাব।

১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। তাদের চেয়ে এক পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় স্থানে বার্সা। এনিয়ে টানা দুই ম্যাচে ড্র কছে রিয়াল।

৮৭তম মিনিটে বেলিংহ্যাম বল টোকা দিয়ে জালে জড়ান। তিন মিনিট আগে সাবেক ক্লাবের বিপক্ষে আলভারো রদ্রিগেজের দারুণ স্ট্রাইকে এলচে ছয় ম্যাচে প্রথম জয়ের স্বপ্ন দেখছিল।

ওই গোলে স্বাগতিকরা দ্বিতীয়বার লিড নিয়েছে। তার আগে দ্বিতীয়ার্ধের শুরুতে অ্যালেক্স ফেবাস এলচেকে এগিয়ে দেন।  ৫৩ মিনিটে ভ্যালেরার ব্যাকহিল থেকে তিনি কোর্তোয়াকে পরাস্ত করেন। খেলা শেষ হওয়ার ১২ মিনিট আগে ডিন হুইসেন রিয়ালকে সমতায় ফেরান। এলচে কর্নার ক্লিয়ার করতে ব্যর্থ হলে আলগা বলে লক্ষ্যভেদ করেন তিনি।

এলচে পাল্টা জবাব দেয়। মির ও মার্টিন নেতোর সুযোগ ছিল লিড নেওয়ার। তবে স্বাভাবিক সময়ের ছয় মিনিট আগে রদ্রিগেজ বক্সের প্রান্ত থেকে শক্তিশালী শটে জাল কাঁপান।

২০১৩ সালের পর লা লিগায় ফিরে প্রথমবার রিয়ালকে হারানোর বেশ কাছে ছিল এলচে। কিন্তু তিন মিনিট পর ম্যাচ ঘুরে যায়। এলচে একটি ফ্রি কিক ঠেকাতে না পারলে বেলিংহ্যাম জাল কাঁপান।

স্টপেজ টাইমে কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করে ভিক্টর চাস্ট দ্বিতীয় হলুদ কার্ড দেখলে এলচের হতাশা বাড়ে।

এফএইচএম/