আবাহনীর ড্র, মোহামেডানের বড় জয়
বাংলাদেশ ফুটবল লিগে আজ ছিল চার ম্যাচ। ঢাকা আবাহনী ড্র করলেও তাদের চিরপ্রতিদ্বন্দ্বি ঢাকা মোহামেডান বড় জয় পেয়েছে। অন্য দুই ম্যাচে পুলিশ-ফকিরেরপুল ড্র ও রহমতগঞ্জ জয়লাভ করেছে।
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান অনেক সংকটে রয়েছে। ফুটবলার, কোচিং স্টাফরা বেতন পাচ্ছেন না। এই সংকটে তারা লিগে ফকিরেরপুলের সঙ্গে হেরেছিল। আজ অবশ্য পিডব্লিউডির বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে। মোহামেডানের ঘানার স্ট্রাইকার স্যামুয়েল বোয়েটাং হ্যাটট্রিক করেন। ম্যাচের শেষ মুহুর্তে পিডব্লিউডি পেনাল্টি পেলেও পরাজয়ের ব্যবধান কমাতে পারেনি।
বিজ্ঞাপন
কুমিল্লার শহীদ ধীরন্দ্রেনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান বড় জয় পেলেও বসুন্ধরা কিংস অ্যারেনায় ঢাকা আবাহনী ফর্টিজের বিপক্ষে গোলের দেখা পায়নি। ফর্টিজ আবাহনীর উপর বেশি আক্রমণ ও গোলের সুযোগ তৈরি করেছে অপেক্ষাকৃত বেশি। ফর্টিজও গোল না পাওয়ায় গোলশূন্য ড্রতে শেষ হয়েছে ম্যাচ। আবাহনীর মতো পুলিশ ও ফকিরেরপুলের ম্যাচটিও ড্র হয়েছে। ফকিরেরপুল আগের রাউন্ডে মোহামেডানকে হারালেও এবার পুলিশের বিপক্ষে এক গোলে ড্র করেছে।
আজ দিনের দ্বিতীয় বড় জয় পেয়েছে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। তারা ৩-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছে। এই জয়ে রহমতগঞ্জ ১০ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ফর্টিজ আবাহনীর বিপক্ষে পয়েন্ট হারানোয় তারা দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমেছে। ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা কিংসের সঙ্গে তাদের ব্যবধান ৫।
বিজ্ঞাপন
নানা সমস্যায় জর্জরিত মোহামেডান আজকের জয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠেছে। ব্রাদার্সের সমান ৭ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় মোহামেডান গোপীবাগের দলটির চেয়ে এক ধাপ উপরে রয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী ৫ পয়েন্টে সাত নম্বরে। ফকিরেরপুল ও পিডব্লিউডি’রও সমান পয়েন্ট। ১ পয়েন্ট নিয়ে আরামবাগ সবার তলানীতে। প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের সর্বনিম্নন দুই দল রেলিগেটেড হয়। সেই হিসেবে আবাহনী, ফকিরেরপুল ও পিডব্লিউডি রেলিগেশন জোনেই রয়েছে। কারণ রেলিগেশন জোনে একাধিক দলের পয়েন্ট সমান হলে প্লে অফ হয়।
এজেড/এইচজেএস