এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে হারই যেন তাতিয়ে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে। এরপর থেকে লা লিগায় তারা টানা সপ্তম ম্যাচে জিতল। ওসাসুনার বিপক্ষে তারা এবার রীতিমতো একপেশে দাপট দেখিয়েছে। কাতালানদের হয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েল রাফিনিয়া। স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল গোল না পেলেও ম্যাচজুড়ে আক্রমণে নেতৃত্ব দিয়েছেন।

ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে গতকাল (শনিবার) রাতে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনা রিয়ালের চেয়ে ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছে। এক ম্যাচ বেশি খেলে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা এগিয়ে আছে ৭ পয়েন্টের ব্যবধানে। ওসাসুনার বিপক্ষে ৭০ শতাংশ পজেশনের পাশাপাশি ১৭টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে বার্সা। বিপরীতে, সফরকারীদের ৩ শটের মাত্র একটি লক্ষ্যে ছিল।

স্বাগতিক কাতালানরা শুরু থেকেই চেপে ধরে ওসাসুনাকে। কিন্তু ধারার বিপরীতে খেলে ২০ মিনিটে সপরকারীরা ভালো একটি সুযোগ পেয়ে যায়। তবে আন্তে বুদেমিরের শট ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া। খানিক বাদেই লিড পেয়ে যায় ব্লুগ্রানারা। তবে মার্কাস রাশফোর্ডের ক্রসে হেডে বল জালে জড়ানোর পর ফেররান তোরেসের গোল বাতিল হয় অফসাইডের কারণে। ওই আক্রমণের শুরুতে রাফিনিয়া ও ইয়ামালের বল দেওয়া-নেওয়ার সময়ই ব্রাজিল তারকা অফসাইড অবস্থানে ছিলেন।

প্রথমার্ধ গোলশূন্য সমতায় থাকার পর ডেডলাইন ভাঙতে সময় লাগে ৭০ মিনিট পর্যন্ত। স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রির বাড়ানো বল নিয়ে রাফিনিয়া বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে বার্সাকে লিড এনে দেন। ৮৬ মিনিটে ব্যক্তিগত ও দলের দ্বিতীয় গোলটি করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। জুলস কুন্দের ক্রস ক্লিয়ার করতে গিয়ে ফাঁকায় থাকা রাফিনিয়ার পায়ে তুলে দেন ওসাসুনা ডিফেন্ডার। এক স্পর্শে তিনি সেটি জালে জড়ান।

এই জয়ে ১৭ ম্যাচে ১৪ জয় ও এক ড্রয়ে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট দাঁড়াল ৪৩–এ। রিয়াল এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে।

এএইচএস