দুবাইতে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে দুটি স্বর্ণ ও ব্রোঞ্জ জিতেছেন লাল সবুজের ক্রীড়াবিদরা। আগের দিন জ্যাভলিন থ্রোয়ে ১১ মিটার দূরত্বে স্বর্ণ জিতে পদকের যাত্রা শুরু করেন চৈতী রানী দেব। শনিবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও তিনটি পদক। ৫০ মিটার ফ্রিস্টাইলে মো. শহিদুল্লাহ স্বর্ণপদক এবং ১০০ মিটার ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জেতেন।

মেয়েদের হুইলচেয়ার বাস্কেটবলেও একটি পদক জিতেছে বাংলাদেশ। দেশের ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশল (এনপিসি) ইতিহাসে এটাই বড় ইতিহাস। এনপিসির মহাসচিব ড. মারুফ আহমেদ দুবাই থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, 'আমরা সেরা প্রশিক্ষণের চেষ্টা করেছি । তাই ছেলে মেয়েরা নিজেদের পারফরম্যান্স মেলে ধরে দেশের জন্য পদক জিততে পেরেছে। দেশকে গর্বিত করেছে তারা। আগামীতেও তারা দেশের জন্য লড়ে পদক আনবে।’ 

এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে পদক জেতা দলটি সোমবার সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে বলে জানান এনপিসির যুগ্ম মহাসচিব সানোয়ার হোসেন।

এশিয়ান ইয়ুথ কিংবা সিনিয়র পর্যায়ে পদক জিততে হিমশিম খান বাংলাদেশের স্বাভাবিক ক্রীাড়াবিদরা। অথচ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসের মঞ্চে একের পর এক পদক জিতেই চলেছেন শারীরিক প্রতিবন্ধিরা। 

এজেড/এইচজেএস