কাতারের দোহায় গতকাল (মঙ্গলবার) আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ফিফা সেরাদের সম্মান জানাল। মোট ১২টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হলেও আগ্রহ ছিল বর্ষসেরা পুরুষ ফুটবলার কে হচ্ছেন, তা নিয়ে। ফিফা নির্বাচিত জাতীয় দলের অধিনায়ক, কোচ ও বিভিন্ন দেশের গণমাধ্যম প্রতিনিধি এবং ভক্তদের ভোটে নির্বাচিত করা হয়েছে সেরা ফুটবলারকে। মোট ৫০ পয়েন্ট নিয়ে ২০২৫ সালের সেরা হয়েছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে।

জাতীয় দলের সতীর্থ ও রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপে ও বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালকে পেছনে ফেলে সেরা হয়েছেন ২৮ বছর বয়সী ফরোয়ার্ড। বাংলাদেশ থেকেও দুজনের ভোট পড়েছে তার পক্ষে।

বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া, কোচ হাভিয়ের ক্যাবরেরা ও মিডিয়া প্রতিনিধি রেজওয়ান উজ জামান ভোট দিয়েছেন। জামাল প্রথম ভোট দিয়েছেন পিএসজির ভিতিনহাকে। এরপর তার ভোট পড়েছে দেম্বেলে ও ইয়ামালের ব্যালটে। কোচ ক্যাবরেরা প্রথম ভোট দিয়েছেন দেম্বেলেকে। তার ভোটাভুটিতে পরের দুটি স্থানে আছেন ইয়ামাল ও ভিতিনহা। রেজওয়ানের কাছেও সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন দেম্বেলে। তার পছন্দের তালিকায় পরের দুজন ইয়ামাল ও মোহাম্মদ সালাহ।

বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি সবার আগে রেখেছেন দেম্বেলেকে। তারপর এমবাপে ও ইয়ামালকে। ব্রাজিল অধিনায়ক মারকুইনহোস যথাক্রমে দেম্বেলে, রাফিনহা ও আশরাফ হাকিমিকে ভোট দেন।

প্রত্যেকেই তিন জনকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। প্রথম সেরা ৫ পয়েন্ট, দ্বিতীয় সেরা ৩ পয়েন্ট ও তৃতীয় সেরা ১ পয়েন্ট পেয়েছেন। সব পয়েন্ট যোগ করেই নির্বাচিত করা হয়েছে বিজয়ীকে।

এফএইচএম/