নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলে আজ শনিবার প্রথম একাদশেই খেলছেন। বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন রহমতগঞ্জের বিরুদ্ধে তাকে প্রথম একাদশেই রেখেছেন। বসুন্ধরা কিংস তাকে ২০ নম্বর জার্সি দিয়েছে । 

রেফারি জালাল উদ্দিনের বাঁশির সঙ্গে সঙ্গে কিংসলে ও কিংস নতুন এক ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। নিজ দেশের নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের ঘরোয়া লিগে খেলার নজির এটাই প্রথম। এর আগে বাংলাদেশের সাবেক কোচ ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ ও বিংশ শতাব্দীর সেরা ক্রীড়াবিদ হিসেবে স্বীকৃত মোহাম্মদ আলীকে সম্মাননা সুচক নাগরিকত্ব দিয়েছিল বাংলাদেশ । 

কিংসলে মার্চ মাসে নাগরিকত্ব পেলেও জাতীয় পরিচয়পত্রের জন্য দ্বিতীয় লেগের শুরুতে খেলতে পারেননি। লকডাউনের জন্য দেরি হয়েছে জাতীয় পরিচয়পত্র। জাতীয় পরিচয়পত্র ফেডারেশনে জমা দেওয়ায় এখন লিগে বৈধ ফুটবলার কিংস। ইতোমধ্যে পাসপোর্টও হয়েছে। তার ক্লাব কিংস এএফসি কাপে খেলানোর জন্য ইতোমধ্যে প্রক্রিয়া শুরু করেছে। 

বসুন্ধরা কিংসের একাদশ : আনিসুর রহমান জিকো ( গোলরক্ষক) , সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, খালিদ শাফি, আতিকুর রহমান ফাহাদ, জোনাথন, এলিটা কিংসলে, রাউল বেসেরা, তৌহিদুল আলম সবুজ ও মাহবুবুর রহমান সুফিল। 

এজেড/এমএইচ/এটি