ইতালির শীর্ষ লিগ দিয়ে প্রথমবার দেশের বাইরে কোনো ইউরোপিয়ান লিগ ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। আগামী ফেব্রুয়ারিতে এসি মিলান ও কোমোর ম্যাচটি হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায়। কিন্তু সেই পরিকল্পনা থেকে সরে আসার কথা জানিয়েছে সিরি আ।

ভিয়ারিয়াল ও বার্সেলোনার মধ্যকার লা লিগা ম্যাচও স্পেনের বাইরে মায়ামিতে আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। অনিচ্ছা সত্ত্বেও উয়েফার অনুমোদন পাওয়া ম্যাচটি অক্টোবরে বাতিল করা হয়।

৬ ফেব্রুয়ারি সান সিরোয় শীতকালীন অলিম্পিকের উদ্বোধন। এ কারণে দুই দিন পর মিলানের হোম ম্যাচটি সেখান থেকে সরে নেওয়া হয়েছিল পার্থে। তবে আর্থিক ঝুঁকি ও শেষ মুহূর্তের জটিলতায় সেখানে ম্যাচ আয়োজন অসম্ভব বললেন সিরি আ প্রেসিডেন্ট।

ইতালিয়ান শীর্ষ লিগের প্রধান এজিও সিমোনেলি জানান, এশিয়ার ফুটবল সংস্থার ক্রমবর্ধমান অগ্রহণযোগ্য দাবির প্রেক্ষিতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া সরকার ও সিরি আ ফুটবল লিগ পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ম্যাচটি পার্থে আয়োজন করার পরিকল্পনা বাতিল করেছে।

এশিয়ান ম্যাচ অফিসিয়াল নিয়োগ দেওয়াসহ এএফসি বিভিন্ন শর্ত দিয়ে পরিস্থিতি জটিল করে তোলে। তবুও সিমোনেলি এই সপ্তাহে জানান, ম্যাচ পরিকল্পনা অনুযায়ী হবে। শেষ পর্যন্ত এই পরিকল্পনা আলোর মুখ দেখল না।

এফএইচএম/