আসন্ন বিপিএলেও রয়েছে ঢাকা ক্যাপিটালস। ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে দলটি। তাদের কোচিং প্যানেলে একমাত্র বিদেশি কোচ টবি র‍্যাডফোর্ড। প্রধান কোচ তিনি। দলে দেশি কোচের আধিক্য নিয়ে গতকাল (সোমবার) সংবাদ সম্মেলনে সহকারী কোচ মাহবুব আলি জ্যাকি ব্যাখ্যা দিয়েছেন।

জ্যাকি বলেন, ‘মূলত এই দলটা আমাদের দেশি কোচদের ওপরেই বেশি নির্ভরশীল। শুধু টবি র‍্যাডফোর্ড থাকবেন, আমাদের অ্যানালিস্ট থাকবেন বাইরের। আর অত তো কোচিং স্টাফ না আমাদের। আমাদের বেশিরভাগই ধরেন ফিজিও, ট্রেইনার। বাইরের কেন আনতে চাই না, কারণ ওরা আমাদের খেলোয়াড়দের সঙ্গে সম্পর্কিত না।’

বিশেষ করে ফিজিও ও ট্রেইনারদের ক্ষেত্রে দেশি স্টাফদের গুরুত্ব জানান জ্যাকি, ‘আমাদের খেলোয়াড়রা সবসময় যাদের সঙ্গে কাজ করে এবং আমাদের যারা ফিজিও আছে, বিশেষ করে ফিজিও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ তারা আমাদের খেলোয়াড়দের শারীরিক অবস্থা ও সমস্যাগুলো বা কী কী হচ্ছে তা জানে।’

জ্যাকি আরও জানান, স্থানীয় কোচিং স্টাফরা আন্তর্জাতিক মানের খেলোয়াড়দেরও সামলানোর অভিজ্ঞতা রাখেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের স্থানীয়রা অনেক দক্ষ। তারা আন্তর্জাতিক খেলোয়াড়দেরও দেখভাল করে, খুব অভিজ্ঞ। তাই আমাদের ফ্র্যাঞ্চাইজি স্থানীয়দের বেশি সুযোগ দিয়েছে। আরেকটা জিনিস, উনারা হয়তো স্থানীয়দেরকেও ভালো প্রমোট করতে চাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে। শেখানোর একটা ব্যাপার আছে, এটাও একটা বড় ব্যাপার আমাদের দলের জন্য।’

তিনি জানান, তারা প্রতিপক্ষের জন্য একাধিক গেম প্ল্যান তৈরি রাখেন, যা ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করা হয়। জ্যাকি বললেন, ‘দল হিসেবে আমরা কোচিং স্টাফরা কাজ করছি। অধিনায়কের দায়িত্ব আছে, ও খেলোয়াড়দেরকে নিয়ে কথা বলছে কীভাবে ম্যাচটা খেলবে। দলগুলোর বিপক্ষে আমাদের ভিন্ন-ভিন্ন গেম প্ল্যান আছে। গেম প্ল্যান তো আর একটা না, রাজশাহী বা রংপুরের সাথে, প্রত্যেকটা দলের সাথে দুই-তিনটা গেম প্ল্যান। কোনটা কোন সময় কাজে লাগে, কোন পর্যায়ে কে কোন সময় ঢোকে, খেলার পরিস্থিতি কোন সময় বদলে যায়।’

এসএইচ/এফএইচএম