স্ট্যান্ডার্ড ফুটবলের মতো ফুটসালও বেশ জনপ্রিয়। বাংলাদেশের ফুটসালের পথচলা বেশি দিনের নয়। নারী দল সাত বছর পর আন্তর্জাতিক ফুটসালে ফিরছে। পুরুষ দল গত সেপ্টেম্বরে এশিয়ান ফুটসাল কাপ বাছাইয়ের পর দ্বিতীয় টুর্নামেন্ট খেলবে সাফ ফুটসাল।

২০১৮ সালে বাংলাদেশ নারী দল থাইল্যান্ডে এশিয়ান ফুটসালের বাছাই খেলেছিল। সেই দলের অধিনায়ক ছিলেন সাবিনা খাতুন। সাত বছর পরও তিনি। দুই দলের মধ্যে পার্থক্য নিয়ে সাবিনা খাতুন বলেন, ‘‘অবশ্যই আগের চেয়ে ভালো। আমাদের এই দল এক মাসের বেশি অনুশীলন করেছে। ভালো মানের কোচ রয়েছে। আমাদের ফুটসাল জ্ঞানও বেড়েছে। দেশবাসীর কাছে দোয়া চাই, যেন ভালো করতে পারি।’’

দক্ষিণ এশিয়ায় ফুটসালের প্রচলন কমই। এরপরও মালদ্বীপকে এগিয়ে রাখছেন বাংলাদেশ অধিনায়ক, ‘‘মালদ্বীপের মেয়েরা সব সময় ফুটসালই খেলে। তাদের অভিজ্ঞতা অনেক, ভারতের ফুটসালে সুযোগ-সুবিধা রয়েছে। বাকি দেশগুলো প্রায় সমান সমান।’’

বাংলাদেশ টানা দুই বার নারী সাফে চ্যাম্পিয়ন। ফুটসালেও সেই ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব কিনা এই প্রশ্নের উত্তরে সাবিনা বলেন, ‘‘আমরা ফুটসালেও ইতিহাস করতে চাই। হয় এই বছর, না হয় পরের বছর, বা এর পরে, আমরা ইতিহাস করতে চাই।’’

নারী দলের অধিনায়কের মতো অত দৃঢ় না হলেও পুরুষ দলের সহ-অধিনায়ক মোঃ তুহিন বলেন, ‘‘আমরা দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। ভালো ফলাফল নিয়েই ফিরতে চাই।’’

বাফুফের নতুন কমিটি ফুটসালে অনেক গুরুত্ব দিয়েছে। নারী দলে দুই জন ইরানী নারী কোচ এনেছে ফেডারেশন। দুই দলেই হেড কোচ হিসেবে ইরানী সাঈদ খোদারাহমি রয়েছেন। তিনি বলেন, ‘‘এশিয়ান কাপ বাছাইয়ের আগের চেয়ে এখন প্রস্তুতি আরও ভালো। আমি আশাবাদী বাংলাদেশ সাফে ভালো কিছু করবে। দুই দলই সমানভাবে প্রস্তত।’’

ইরানী কোচ সাফের প্রস্তুতি, সম্ভাবনার পাশাপাশি অবকাঠামো ও পরিকল্পনার বিষয়ে জোর দিয়েছেন, ‘‘বাংলাদেশে ভালো ফুটসাল স্টেডিয়াম নেই। এটা খুব দরকার। এতে অনুশীলন সমস্যা হয়। ফুটবল ও ফুটসালের মানসিকতা আলাদা। যেটা এক মাসে পরিবর্তন সম্ভব নয়৷ খেলোয়াড়, কোচ, রেফারি, সব কিছুতেই ফুটবল ও ফুটসালে ভিন্নতা রয়েছে।’’

বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বলেন, ‘‘নির্বাচনের পর আমরা সরকারের কাছে ফেডারেশন থেকে ফুটসাল স্টেডিয়ামের ব্যাপারে আলোচনা করব। অবশ্যই ঘরোয়া পর্যায়ে ফুটসাল জোরালোভাবে শুরু করব।’’

১৩ জানুয়ারি নারী ও ১৪ জানুয়ারি পুরুষ সাফ ফুটসাল থাইল্যান্ডে শুরু হবে। বাংলাদেশ নারী ও পুরুষ দল আগামীকালই দেশ ছাড়বে। বাফুফে বাড়তি অর্থ ব্যয় করে খেলা শুরুর দশ দিন আগে দুই দল পাঠাচ্ছে উন্নত অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলার জন্য।

পুরুষ ফুটসাল দলের অধিনায়ক কানাডা প্রবাসী রাহবার খান। তিনি আগামী পরশু দিন দলের সঙ্গে যোগ দেবেন। রাহবারকে নিয়ে ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বলেন, ‘‘সে কানাডায় জব করে। দেশের জন্য সে বিনা বেতনে ছুটিতে আসছে। ঢাকায় ক্যাম্পে না থাকতে পারলেও থাইল্যান্ডে শুরু থেকে টুর্নামেন্ট পর্যন্ত থাকবে। এতদিন সে কানাডায় কাজ থেকে ছুটি নেয়ায় বেতন পাবেন না। এটা দেশের জন্য ত্যাগ।’’

 

এজেড/এমএমএম