সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের দলে ছিলেন না শামীম হোসেন। এই ব্যাটারকে দলে না রাখায় তখন ক্ষোভ প্রকাশ করেছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। খারাপ সময়ে লিটন পাশে থাকায়, এবার বিপিএলে ফিফটি করে তাকে ধন্যবাদ দিলেন শামীম।

আজ বৃহস্পতিবার বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে ৪৩ বলে ৮১ রানের ইনিংস খেলেন শামীম। ঢাকার সব ব্যাটাররা ব্যর্থ হলেও শামীম একাই লড়াই করেছেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘অবশ্যই আমি লিটন ভাইকে ধন্যবাদ দিব। উনি আমার উপর অনেক বিশ্বাস রেখেছেন। কারণ তার আগে আমি ম্যাচ উইনিং নকও খেলেছি।’

ক্রিকেটারের খারাপ সময়ে অধিনায়ক ব্যাকআপ দিলে রানে ফেরা সহজ হয় বলে মনে করেন শামীমের, ‘একটা প্লেয়ারের দুই-তিনটা ম্যাচ খারাপ হতেই পারে। এটা কোনো ব্যাপার না। আবার যদি একটু ব্যাকআপ দেয়, সাপোর্ট দেয়, ভালো সাপোর্ট দেয়, অবশ্যই ভালোভাবে কামব্যাক করা যায়।’

খারাপ সময়ে কী চিন্তা থাকে? এমন প্রশ্নে শামীম বলেন, ‘আমি ওরকম চিন্তা করি না। আমি আমার ফোকাসে ছিলাম। আমি প্র্যাকটিস করছি। আমি আমার মতো করে ছিলাম, যেটা দরকার ছিল আমার ওইটাই আমি করছি।’

এসএইচ/এইচজেএস