চাকরিচ্যুত আমোরিম, ইউনাইটেডের দায়িত্বে ‘অখ্যাত’ কোচ
রুবেন আমোরিম।
চলতি মৌসুমে খুব একটা সুবিধা করতে পারছে না ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ পাঁচ ম্যাচের মধ্যে জয় এসেছে মাত্র একটিতে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলগুলোর বিপক্ষেও সুবিধা করতে পারছে না রেড ডেভিলরা। দলের এমন ব্যর্থতার কারণে চাকরি হারালেন ক্লাবটি হেড কোচ রুবেন আমোরিম।
পর্তুগিজ এই কোচের সঙ্গে চাকরি হারায় তার পুরো কোচিং স্টাফ। আমোরিমের স্থলাভিষিক্ত হবেন সাবেক স্কটিশ ফুটবলার ড্যারেন ফ্লেচার। সিনিয়র দলের কোচ হিসেবে এটাই তার প্রথম চাকরি। আগামী বুধবার প্রিমিয়ার লিগের ম্যাচে বার্নলির বিপক্ষে কোচের দায়িত্ব পালন করবেন ফ্লেচার।
বিজ্ঞাপন
গত রোববার লিডস ইউনাইটেডের মাঠে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। তার আগেই আমোরিম ইঙ্গিত দিয়েছিলেন, ক্লাবের সঙ্গে তার সম্পর্ক ভালো নেই। এরপরও কোচ হিসেবে না হলেও ম্যানেজার হিসেবেও কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি। আর চুক্তির মেয়াদ শেষ হলেই চাকরি ছাড়ার কথাও জানান।
কিন্তু সেটা আর হচ্ছে না। এর মাঝেই সিদ্ধান্ত জানিয়ে দিল ক্লাব কর্তৃপক্ষ। এক বিবৃতিতে ক্লাব জানায়, প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে থাকা দলকে সর্বোচ্চ সম্ভাব্য অবস্থান নিতে পরিবর্তন জরুরি। আমোরিককে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনাও জানানো হয়।
বিজ্ঞাপন
বিবিসি স্পোর্টস এক প্রতিবেদনে জানায়, চলতি মৌসুমে আমোরিমের অধীনে কাঙ্ক্ষিত অগ্রগতি দেখা যায়নি। তাই বোর্ড এই সিদ্ধান্তে পৌঁছেছে।
২০২৪ সালের নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেন ৪০ বছর বয়সী রুবেন আমোরিম। তার অধীনে ৬৩ ম্যাচে ২৫টি ম্যাচ জিতেছে রেড ডেভিলরা।
এদিকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পাওয়া ড্যারেন ফ্লেচার বর্তমানে ইউনাইটেডের অনূর্ধ্ব-১৮ দলের কোচের দায়িত্ব পালন করছেন। ওলে গুনার সুলশায়ারের সময় তিনি টেকনিক্যালন ডিরেক্টরের দায়িত্বে ছিলেন।
উল্লেখ্য, ২০০২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ড্যারেন ফ্লেচার। জিতেছেন পাঁচটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা।
এমএমএম