মিশরকে সেমিফাইনালে তুলে মানের মুখোমুখি সালাহ
আফ্রিকা কাপ অব নেশন্সে (আফকন) মোহাম্মদ সালাহ চতুর্থ গোল করলেন। গত আসরের চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল মিশর। আগামী বুধবার দীর্ঘদিনের লিভারপুল সতীর্থ সাদিও মানের বিপক্ষে ফাইনালের লড়াই করবেন সালাহ, সেমিফাইনালে মিশরের প্রতিপক্ষ সেনেগাল। দিনের আরেক কোয়ার্টার ফাইনালে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে নাইজেরিয়া। তারা খেলবে মরক্কোর বিপক্ষে।
আগাদিরে রোমাঞ্চকর শেষ আটের ম্যাচে ওমর মারমৌশ ও রামি রাবিয়া প্রথমার্ধে গোল করে ফারাওদের এগিয়ে নেন। আহমেদ আবুল-ফেতোহের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে আইভরিয়ানরা। দ্বিতীয়ার্ধের শুরুতে সালাহ মিশরের তৃতীয় গোল করেন। গুয়েলা দুয়ে ব্যবধান কমালেও সমতা ফেরাতে পারেনি আইভরি কোস্ট।
বিজ্ঞাপন
৩৩ বছর বয়সী সালাহ আফকন ফাইনালে দুইবার খেললেও শিরোপা অধরা থেকে গেছে। প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ, চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ জিতলেও আফ্রিকান পদক গলায় ঝুলাতে পারেননি। এখন সেই অপ্রাপ্তি ঘুচাতে আর দুটি ম্যাচ জিততে হবে সালাহকে। তাহলে রেকর্ড চ্যাম্পিয়নদের নামের পাশে যুক্ত হবে ১৮তম ট্রফি।
এই আসরে গ্রুপ ম্যাচে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোল করেন সালাহ। বেনিনের বিপক্ষে শেষ ষোলোতে জয়সূচক গোলও করেন তিনি।
বিজ্ঞাপন
মারাকেশে ভিক্টর ওসিমহেন আলজেরিয়ার বিপক্ষে দুটি গোলে অবদান রাখেন। একটি নিজে করেছেন, আরেকটি বানিয়ে দিয়েছেন।
এফএইচএম/