তিতের কোচিংয়ে বিশ্বকাপ জিতবে ব্রাজিল
মাঠের পারফরম্যান্সে তার দল রীতিমতো উড়ছে। দশ ম্যাচ টানা জয়ের পর সোমবার অবশ্য ইকুয়েডরের বিপক্ষে ড্র করেছে ব্রাজিল। তবে তিতের অধীনে তারা খেলছে দুর্দান্ত। তবুও সেলেসাও কোচ হিসেবে তার পদটা বেশ নড়বড়ে। কারণটা অবশ্য মাঠের না, বাইরের।
কোপা আমেরিকার সময় ও আগে বেশ কয়েকটি বিষয়ে ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন তিতে। তাতে তিনি কোচের পদ হারাচ্ছেন। স্থানীয় সংবাদ মাধ্যমে এমন গুঞ্জন অনেক দিন ধরেই।
বিজ্ঞাপন
কিন্তু যে দলের কাছে ড্র করে থেমেছে ব্রাজিলের জয়রথ। সেই ইকুয়েডরের কোচ গুস্তাবো আলফারো মনে করছেন, সেলেসাওদের কোচ হিসেবে থাকা উচিত তিতের।
ব্রাজিলের বিপক্ষে ম্যাচের পর ইকুয়েডর কোচ গুস্তাবো বলেন, ‘দয়া করে যেও না। এটা বলছি, কারণ তুমি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ করবে। মনে রেখো, আমি কী বললাম। তুমি এই সম্মানটা প্রাপ্য।’
বিজ্ঞাপন
তিতেকে নিজের আদর্শ মনে করেন বলে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি তিতের অনেক প্রশংসা করি। কারণ আমার মনে হয় সে খুবই প্রতিভাবান। আমাদের মতো কোচদের জন্য সে তার সংগ্রাম ও সংকল্পবদ্ধতার জন্য আদর্শ।’
এমএইচ/এটি