মেসিকে ছুঁয়ে কলম্বিয়াকে তৃতীয় করলেন দিয়াজ
সবার চোখ এখন ফাইনালে। থাকবে নাই বা কেন। আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হবে শিরোপা নির্ধারণী ম্যাচে। এদিকে হয়েছে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। সেখানে জিতেছে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারা কলম্বিয়া। এবারের কোপা তারা শেষ করেছে তৃতীয় হয়ে।
ম্যাচের প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল পেরুই। তাদের এগিয়ে দিয়েছিলেন উশিমার ইউতুন। বিরতি থেকে এসেই অবশ্য ওই গোল শোধ দিয়ে দেয় কলম্বিয়া। ৪৯ তম মিনিটে ডি-বক্সের বাইরে জন মেদিনাকে ফাউল করলে ফ্রি কিক পায় কলম্বিয়া।
বিজ্ঞাপন
সেখান থেকে দলটিকে এগিয়ে দেন তারকা ফুটবলার হুয়ান কুয়াদরাদো। লিড নিতেও খুব বেশি সময় নেয়নি তারা। ম্যাচের ৬৫তম মিনিটে ফ্রি কিক পায় পেরু। ওই বল নিজেদের অর্ধ থেকে দ্রুতই তুলে আনেন কলম্বিয়ান ফুটবলাররা। কামিও ভারগাসের বাড়ানো বল থেকে গোল করেন লুইজ দিয়াজ।
পিছিয়ে পড়ে ফের ঘুরে দাঁড়ায় পেরু। ম্যাচের ৮২ মিনিটে রাফায়েল গার্সিয়ার অ্যাসিস্ট থেকে গোল করে জিয়ানলুকা লাপাদুলা। ম্যাচ তখন প্রায় শেষদিকে। সবাই অপেক্ষায় টাইব্রেকারের। এমন সময়ই ঘটে আকস্মিক ঘটনা।
বিজ্ঞাপন
ম্যাচের একদম শেষ মুহূর্তে ডি বক্সের বাইরে থেকে আচমকা শটে গোল করেন দিয়াজ। এতে উল্লাসে মাতে কলম্বিয়া। এবারের কোপা শেষ করে তৃতীয় হয়ে। ম্যাচে জোড়া গোল করে এবারের কোপায় মেসির সর্বোচ্চ ৪ গোলকে ছুঁয়ে ফেলেছেন দিয়াজ। মেসির সামনে অবশ্য তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে এখনো।
এমএইচ