ফাইনালে সবকিছু দিতে প্রস্তুত মার্টিনেজ
সেমিফাইনালে তার নৈপুণ্যেই জয় পেয়েছে আর্জেন্টিনা। কলম্বিয়ার পাঁচ পেনাল্টির তিনটিই ঠেকিয়ে দিয়ে নায়ক বনে গিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালেও আলবিসেলেস্তেদের অন্যতম ভরসার নাম তিনি।
দীর্ঘদিন উপেক্ষিত থাকার পর জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন মার্টিনেজ। এখন দলের অন্যতম ভরসার নাম তিনি। ব্রাজিলের বিপক্ষে ফাইনালের আগে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, সবকিছু দিতে প্রস্তত আছেন। সঙ্গে মনে করেছেন, দেশের মানুষের প্রত্যাশার কথাও।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘অনেক বছর ধরেই মারাকানায় এমন ম্যাচের জন্য আমরা অপেক্ষা করেছি। নিজেদের সবকিছু ঠেলে দিতে আমরা প্রস্তুত। আমরা একদম প্রথম দিন থেকেই অনুপ্রাণিত। জাতীয় দলের হয়ে ফাইনাল খেলা ও শিরোপা উঁচিয়ে ধরা আমার স্বপ্ন। ব্রাজিলের বিপক্ষে, মারাকানায় সেটা খেলতে পারার চেয়ে ভালো কিছু হয় না। পুরো আর্জেন্টিনার মানুষ দেখতে চায় আমরা ব্রাজিলকে হারিয়েছি।’
গত দশকে তিনটি ফাইনাল খেললেও একটিতেও জিততে পারেনি আর্জেন্টিনা। এমনকি করতে পারেনি কোনো গোলও। তবে এবার ট্রফি জয়ের ব্যাপারে আশাবাদি মার্টিনেজ। জাতীয় দলের হয়ে প্রথম ফাইনাল রাঙাতে চান জয়ের রঙে।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমি এমন জায়গায় নতুন। মেসি, আগুয়েরো, ডি মারিয়া, অটামেন্ডিদের মতো পুরোনোরাও আছে। যারা অনেকগুলো ফাইনাল খেলেছে। তবে ১৯৯৩ সাল থেকে আর্জেন্টাইনরা যেটা চেয়ে এসেছে সেটা পূরণ করতে পারেনি। তারা তাদের অভিজ্ঞতা দিয়ে আমাদের সমৃদ্ধ করছে। আমি চিলির বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই আরেকটা সুযোগের অপেক্ষা করেছি।’
এমএইচ