লড়াইটা এখন শিরোপা নির্ধারণী। সেখানেও কি না হবে ‘সুপার ক্লাসিকো’। অর্থাৎ ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই। কোপা আমেরিকার ফাইনালে তাই কারা থাকছেন দুই দলের একাদশে সেটি নিয়ে আগ্রহ সবার। আর্জেন্টিনা প্রকাশ করেছে নিজেদের আনুষ্ঠানিক একাদশ।

নানা নাটকের পর দলটির হয়ে ফাইনালে খেলবেন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। হাঁটুর ইনজুরিতে গত তিন ম্যাচেই যিনি একাদশে ছিলেন না। ফাইনালের আগে হুট করেই নিজেদের খেলতে চাওয়ার ইচ্ছের কথা জানান তিনি। কিন্তু প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে থাকায় তাকে একাদশে নিতে আগ্রহী ছিলেন না কোচ লিওনেল স্ক্যালোনি।

শেষ পর্যন্ত তাকে নিয়েই একাদশ সাজিয়েছেন তিনি। এছাড়াও শুরুর একাদশে রাখা হয়েছে ডি মারিয়াকে। গোলরক্ষক হিসেবে নিশ্চিতভাবেই আছেন আগের ম্যাচের নায়ক এমিলিয়ানো মার্টিনেজ।  

আর্জেন্টিনা একাদশ :

এমিলিয়ানো মার্টিনেজ; 
মন্তিয়েল, রোমেরো, অটামেন্দি, আকুনইয়া; 
ডি মারিয়া, ডি পল, পারেদেস, লো চেলসো; 
মেসি এবং লাওতারো।

এমএইচ