একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামছেন সাকিব-মুশফিকরা
চলছে প্রস্তুতি ম্যাচের প্রস্তুতি/জিম্বাবুয়ে ক্রিকেট
জয় দিয়ে জিম্বাবুয়ে মিশন শুরু করেছে বাংলাদেশ দল। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গিয়ে একমাত্র টেস্টে অধিনায়ক মুমিনুল হকের দল জিতেছে ২২০ রানে। এবার রঙিন পোশাকের লড়াই। ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগে জিম্বাবুয়ের বিপক্ষে ৩টি ওয়ানডে খেলবে টাইগাররা। তার আগে আজ (বুধবার) একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলা হবে হারারের তাকাসিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে। এই ম্যাচেই টেস্টের আগে দুই দিকের একটি অনুশীলন ম্যাচ খেলেছিল সফরকারী দল। আজ ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায়, অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
বিজ্ঞাপন
টেস্টে ১৮ সদস্যের স্কোয়াড থাকলেও ওয়ানডে দলে ডাক পেয়েছেন ১৭ জন। তবে ভিসা জটিলতায় এখনো জিম্বাবুয়ে যেতে পারেননি পেসার রুবেল হোসেন। বাকিরা এরই মধ্যে সাদা বলের অনুশীলন শুরু করে দিয়েছেন। ওয়ানডে সুপার লিগের ৩০ পয়েন্টে চোখ লাল-সবুজের প্রতিনিধিদের। এজন্য তুলনামূলক দুর্বল দল হলেও জিম্বাবুয়ের বিপক্ষে ঝুঁকি না নিয়ে পূর্ণ শক্তির দলই নামাবে সফরকারীরা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী ১৬ জুলাই থেকে। তার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ দল। সফরকারীদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে একাদশ হলেও সে দলে কারা খেলবেন সেটি এখনো জানা যায়নি। প্রস্তুতি ম্যাচে ব্যাটিং করার কথা আছে চোটের কারণে টেস্ট খেলতে না পারা ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের।
বিজ্ঞাপন
একনজরে ওয়ানডে স্কোয়াড-
তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শরিফুল ইসলাম।
টিআইএস