৯ জুলাই ছিল এএফসি কাপের দক্ষিণ এশিয়ান জোনের স্বাগতিক ঘোষণার দিনক্ষণ। বসুন্ধরা কিংস ৫ জুলাই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেছিল। এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি ৭ জুলাই বসুন্ধরা কিংসের স্বাগতিক হওয়ার আগ্রহের বিপরীতে বাফুফেকে চিঠি দেয়। সেই চিঠিতে ১৪ জুলাইয়ের মধ্যে বাফুফেকে ম্যাচ আয়োজনের জন্য সরকারের স্বাস্থ্য সংশ্লিষ্ট অধিদপ্তরের অনুমতি, ফ্লাইট,কোয়ায়েন্টিন সংক্রান্ত বিষয়ে নিশ্চয়তা সহ প্রায় বেশ কয়েকটি শর্ত এবং এর স্বপক্ষে দলিলাদি জমা দিতে বলেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। 

বাফুফে বসুন্ধরা কিংসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র যোগাড়ের চেষ্টা করছে। ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে আলোচনা করেছে বাফুফে। গতকাল এএফসির দেয়া ডেডলাইনের মধ্যে বাফুফে স্বাস্থ্য অধিদপ্তরের নিশ্চয়তা পত্র পায়নি। আজকের মধ্যে সেই পত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

এএফসি কাপে দক্ষিণ এশিয়ান জোনে স্বাগতিক হলে বাংলাদেশে ভারতের দুইটি ক্লাব আসবে। ভারতে সবচেয়ে বেশি সংক্রমণ ছিল করোনার। ভারতের দলগুলোর কোয়ারেন্টিন পলিসি কি হবে সেটাই বড় বিষয়। বাংলাদেশেও এখনো করোনা সংক্রমণের গতি বেশ উর্ধ্বে। 

ডেডলাইন পেরিয়ে গেলেও বাফুফে কিংসকে স্বাগতিক করার ব্যাপারে আশাবাদী। বাফুফে এএফসির কম্পিটিশন বিভাগকে চিঠি দিয়ে একদিন সময় চেয়েছে। আজকের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের কাগজ পেয়ে ফিরতি চিঠি দিতে পারবে বলে বাফুফের আশা। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘সফরকারী দলগুলোর জন্য ৩-৫ দিনের কোয়ারেন্টিন নির্দেশনা থাকতে পারে। আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে এই বিষয়ে কাজ করছি।’

আজ বৃহস্পতিবার বাফুফে চিঠি না পেলে ঝুলে যাবে বিষয়টি। শুক্র, শনি ছুটির মধ্যে পড়ে যাবে। সেক্ষেত্রে কিংসের স্বাগতিক হওয়ার অনিশ্চয়তা বাড়বে। 

এই গ্রুপের মধ্যে ভারতের ক্লাব এটিকে মোহনবাগান স্বাগতিক হওয়ার জন্য আবেদন করেনি। মালদ্বীপের মাজিয়া পুনরায় স্বাগতিক হওয়ার জন্য আবেদন করেছে এবং বিভিন্ন মাধ্যমে জানা গেছে, ১৪ জুলাইয়ে মধ্যে তারা প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে।  বাফুফে সাধারণ সম্পাদক এ নিয়ে অবশ্য খুব উদ্বিগ্ন নন, ‘এএফসিকে আমরা অবগত করেছি। বাংলাদেশে লকডাউন চলছে। এএফসি আশা করি বিষয়টি বিবেচনা করবে।’

কিংস আজকের মধ্যে কাগজপত্র জমা দিতে না পারলে এবং জমা দেয়ার পরও এএফসি’র মনপুত না হলে স্বাগতিক হিসেবে স্বীকৃতি নাও পেতে পারে। মালদ্বীপের ক্লাব মাজিয়া গত মে তে স্বাগতিক ছিল। শেষ মুহূর্তে তারা টুর্নামেন্ট আয়োজনে অপারগতা প্রকাশ করে। যোগ্য স্বাগতিক না পেলে সেক্ষেত্রে এই গ্রুপের খেলাও বাতিল হতে পারে। সব মিলিয়ে বেশ সংকট ও অনিশ্চয়তার মধ্যে বসুন্ধরা কিংস। 

এজেড/এটি