দুই বিদেশির গোলে ম্যাচ ড্র
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচটি ড্র হয়েছে। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও বাংলাদেশ পুলিশের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিত হয়েছে। পুলিশ ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে এবং রহমতগঞ্জ ১৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দশম স্থানে।
ম্যাচের দুইটি গোলই হয়েছে প্রথমার্ধে। ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যায় পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ। নাইজেরিয়ান ফরোয়ার্ড ওদিলি ফেলিক্সের গোলে লিড নেয় তারা (১-০)। ২৬ মিনিটে আইভরিকোস্টের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান কোয়াকৌ পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা আনেন। ম্যাচের বাকি সময় দুই দল গোলের চেষ্টা করেও ব্যর্থ হয়। ফলে দুই দলকে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়।
বিজ্ঞাপন
আগামীকাল রোববার বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুইটি ম্যাচ। এদিন প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগেও ম্যাচ রয়েছে। চ্যাম্পিয়নশিপ লিগে স্বাধীনতা সংঘ এক পয়েন্ট পেলে তাদের শিরোপা নিশ্চিত হবে। সেক্ষেত্রে আগামী মৌসুমে তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলবে।
এজেড/এটি
বিজ্ঞাপন