গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে লিওনেল মেসির। ক্লাব বার্সেলোনার হয়ে যেমন-তেমন। জাতীয় দলের হয়ে এটিকে ভুলতে পারবেন না আর্জেন্টাইন অধিনায়ক। দেশের ২৮ বছরের শিরোপা খরা তো কেটেছেই, নিজেও দূর করেছেন বহুদিনের আন্তর্জাতিক শিরোপা না জিততে পারার আক্ষেপ।

শতবর্ষী এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল ও অ্যাসিস্ট দুইটির তালিকাতেই শীর্ষে আছেন মেসি। গত মৌসুমে বার্সার জার্সিতেও ৪৭ ম্যাচ খেলে করেছেন ৩৮ গোল। কাতালানদের হয়ে জিতেছেন কোপা দেল রের শিরোপাও।

ব্যালন ডি অর জয়ে আগে থেকেই নাম শোনা যাচ্ছিল মেসির। কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার পর সেটি আরও জোরালো হয়েছে। অনেকেই বলছেন মেসিই জিতবেন এবারের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। এমনটি মনে করছেন তার ক্লাব বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যানও।

তিনি বলেন, ‘মেসি আমাদের দলের জন্য খুব গুরুত্বপূর্ণ, সে আমাদের অধিনায়ক এবং দলের বাকিদের জন্য উদাহরণ। কোপায় কঠিন শুরুর পর সে ছিল ভীষণ কার্যকরী। সে খুব করে চাইছিল চ্যাম্পিয়ন হতে এবং বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে সে শিরোপা জিতে অভ্যস্ত। আমার চোখে ব্যালন ডি অর জয়ের লড়াইয়ে সে ফেভারিট।’