মোহামেডান ক্লাবে প্রয়াত সহ-সভাপতির জন্য দোয়া
দেশের ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবের সাবেক সহ-সভাপতি প্রয়াত সিরাজুল হক চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী আজ (সোমবার)। প্রয়াত এই কর্মকর্তার মৃত্যু দিবসে মোহামেডান ক্লাবে বাদ আসর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ক্যাম্পে থাকা ফুটবলার ও কোচিং স্টাফ এ দোয়া মাহফিলে অংশ নেন।
সিরাজুল হক চৌধুরী দীর্ঘদিন মোহামেডানের সহ-সভাপতি ছাড়াও ফুটবল দলের অনেক দায়িত্বে ছিলেন। তার ছেলে আবু হাসান চৌধুরী প্রিন্স মোহামেডান ক্লাবের সঙ্গে যুক্ত। তিনি বর্তমানে ক্লাবের পরিচালক ও ফুটবল কমিটির সম্পাদক। তিনিই পিতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে ক্লাবে এই আয়োজন করেন।
বিজ্ঞাপন
এজেড/এমএইচ
বিজ্ঞাপন