মানা হলো মোহামেডানের দাবি, ফের শুরু লিগ
আগামীকাল (শুক্রবার) থেকে পুনরায় শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ফের শুরু হওয়া লিগের প্রথম দিনে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে।চট্টগ্রাম আবাহনী উত্তর বারিধারার বিপক্ষে খেলবে বীরশ্রেষ্ঠ শহীদ কমলাপুর স্টেডিয়ামে। একই সময়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন খেলবে রহমতগঞ্জের বিপক্ষে। দুইটি ম্যাচই শুরু হবে বিকেল চারটায়।
ঈদের পর ২৪ জুলাই থেকে প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা ছিল। ২৩ জুলাই রাতে খেলা স্থগিত করে ৩০ জুলাই শুরুর ঘোষণা দেয় ফেডারেশন। ২৯ জুলাই অনেক আলোচনা ও দেন-দরবারের পর বাফুফে মিডিয়াকে আনুষ্ঠানিকভাবে সূচি দিয়েছে।
বিজ্ঞাপন
আগামীকাল ম্যাচ থাকা চারটি ক্লাবও দোটানায় ছিল আদৌ খেলা হবে কিনা। চার ক্লাবের সংশ্লিষ্টরা ফেডারেশনের সাথে আজ দিনভর যোগাযোগ রেখেছে। বাফুফে মৌখিকভাবে তাদেরকে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে বলেছিল। অবশেষে ম্যাচের ১৭ ঘন্টা আগে ক্লাবগুলো চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জেনেছে কাল খেলা হচ্ছে।
দ্রুত খেলা শেষ করার জন্য বাফুফে আর্মি স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে ব্যবহারের পরিকল্পনা করেছে। ইতোমধ্যে সেখানে গিয়ে বাফুফের প্রতিনিধি দল পরিদর্শনও করেছে গতকাল। আর্মি স্টেডিয়ামে খেলা শুরু হতে পারে। আজ প্রকাশিত সূচিতে মোহামেডানের দাবি মেনে নিয়েছে ফেডারেশন।
বিজ্ঞাপন
আগের সূচিতে মোহামেডানের পুলিশের ম্যাচটি ফেডারেশন রেখে ছিল কমলাপুর স্টেডিয়ামে। মোহামেডান ভেন্যু পরিবর্তনের জন্য অনুরোধ জানায়। বাফুফে সেই অনুরোধ রেখেছে। ১ আগস্ট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুপুর দুইটায় হবে ম্যাচটি। সেই দিনই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রয়েছে ধানমন্ডি ডার্বি (ঢাকা আবাহনী ও শেখ জামাল)।
এজেড/এমএইচ