জামাল ভূঁইয়া ও সুনীল ছেত্রি/ফাইল ছবি

দু’জনে দুই জাতীয় দলের অধিনায়ক। শেষ দুই বছরে মুখোমুখি হয়েছেন মাঠেও। তবে মাঠের বাইরের সম্পর্কটা যে নেহায়েতই ভ্রাতৃত্বের, তার প্রমাণই যেন রাখলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। ব্যক্তিগত ফেসবুক পাতায় জন্মদিনের শুভেচ্ছা জানালেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রিকে।

উপমহাদেশ তো বটেই, সাম্প্রতিক সময়ে বিশ্বফুটবলেরই অন্যতম বড় এক নাম সুনীল ছেত্রি। বর্তমানে খেলে যাচ্ছেন, এমন খেলোয়াড়দের মাঝে তার চেয়ে বেশি আন্তর্জাতিক গোল যে আছে কেবল আর তিনজনের, যার দুটো নাম আবার ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসির। সেই ছেত্রিরই জন্মদিন আজ। মঙ্গলবার ৩ আগস্ট ৩৭ বছর পূর্ণ করেছেন তিনি। 

জন্মদিনে ছেত্রিকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশ অধিনায়ক। জামাল ভূঁইয়া তার ফেসবুক পাতায় লিখেন, ‘আইকন সুনীল ছেত্রিকে জন্মদিনের শুভেচ্ছা। অসাধারণ একটা দিন ও অনেক অনেক আশির্বাদ রইলো তোমার জন্য।’

এর আগে জামাল সুনীলকে ভাই সম্বোধন করে বলেন, ‘আমরা হয়তো মাঠে একে অপরের প্রতিপক্ষ। নিজেদের দেশকে গর্বিত করার জন্য মাঠে আমরা লড়াই করি আমরা। কিন্তু মাঠের বাইরে তুমি আমার ভাই।’

এনইউ/এটি