এক মাসের ব্যবধানে বাবা (মাঝে) হারালেন দুই ছেলে অমিত ও এরশাদকে (বাঁয়ে)/ফাইল ছবি

বড় ভাইয়ের অসুস্থতার খবর শুনে আহসান আহমেদ অমিত ভারতে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করেছিলেন। কিডনি জটিলতা চিকিৎসায় গেলেও স্ট্রোকে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন বাফুফে হেড অফ মিডিয়া ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের কোষাধ্যক্ষ আহসান আহমেদ অমিত।

ছোট ভাই অমিত চলে যাওয়ার কয়েকদিন পরই চলে গেলেন বড় ভাই এরশাদ আহমেদ। আজ মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এরশাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

এরশাদ কানাডা প্রবাসী ছিলেন। মস্তিষ্ক রক্তক্ষরণে গত কয়েক বছর ঢাকায় বসবাস করেন। অমিত ভারতে চিকিৎসা নেওয়ার সময় আরেকবার স্ট্রোক করেন এরশাদ। কয়েক সপ্তাহ হাসপাতালে লড়াই করে জীবনযুদ্ধে হারলেন। তার মৃত্যেুর এক মাস যেতেই এবার চলে গেলেন বড় ভাইও।

এরশাদও ফুটবলপ্রেমী ছিলেন। অমিতের সাথে নারী ফুটবল টুর্নামেন্ট দেখতে দেশে ও দেশের বাইরে অনেক জায়গায় গিয়েছেন। অমিতের পর অমিতের ভাইও চলে যাওয়ায় অমিতের বাবা বড় একা হয়ে গেলেন। আগেই স্ত্রী হারিয়েছেন তিনি। 

এজেড/এটি