শেখ জামালকে হারালেই চ্যাম্পিয়ন কিংস
বাংলাদেশ পেশাদার লিগের সর্বোচ্চ বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী এবার চলতি মৌসুমে আনুষ্ঠানিকভাবে শিরোপা রেস থেকে ছিটকে গেল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে শেখ জামালের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে। সাবেক দুই চ্যাম্পিয়নের লড়াইটি বসুন্ধরা কিংসের শিরোপার ব্যাপারে বড় প্রভাবক ছিল।
আবাহনী শিরোপা রেস থেকে ছিটকে গেছে আগেই। আজকের ড্রতে সেটা আনুষ্ঠানিকতা পেল। ১৯ ম্যাচ আবাহনীর পয়েন্ট ৩৭। বাকি পাঁচ ম্যাচ আবাহনী জিতলে ও কিংস বাকি সব ম্যাচ হারলে কিংসের সমান ৫২ পয়েন্ট হবে। ফলে কিংসকে টপকানো সম্ভব হবে না আবাহনীর।
বিজ্ঞাপন
শেখ জামাল প্রথমার্ধে ২-০ গোলের লিড ছিল। শেখ জামাল এই ম্যাচে জিতলে বসুন্ধরা কিংসের শিরোপা নিশ্চিত হতে আরো একটু বেশি অপেক্ষা করতে হতো। জামাল ড্র করায় সেই অপেক্ষা কম করতে হচ্ছে। শেখ জামাল ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। বাকি ছয় ম্যাচ জামাল জিতলেও তাদের পয়েন্ট হবে ৫৭। কিংসের ১৯ ম্যাচে ৫২ পয়েন্ট এখন৷ কিংস বাকি পাঁচ ম্যাচের মধ্যে পাঁচ পয়েন্ট পেলে তাদের শিরোপা হাতছাড়া হবে না। আর ছয় পয়েন্ট পেলে এককভাবে শিরোপা নিশ্চিত হবে আবার।
১৩ আগস্ট কিংসের মালদ্বীপ যাওয়ার কথা এএফসি কাপ খেলতে। এর আগেই তাদের শিরোপা নিশ্চিত হওয়া সম্ভব। ৯ আগস্ট বসুন্ধরা কিংস শেখ জামালের মুখোমুখি হবে। ওই ম্যাচে কিংস জিতলে পুনরায় শিরোপা নিশ্চিত হবে৷ কারণ তখন ২০ ম্যাচে কিংসের পয়েন্ট হবে ৫৫ আর জামালের ১৯ ম্যাচ ৩৯। বাকি পাঁচ জামাল জিতলে ও কিংস হারলেও এক পয়েন্টে এগিয়ে থাকবে কিংস।
বিজ্ঞাপন
আজকের ম্যাচে চারটি গোলই করেছেন বিদেশিরা। ম্যাচের ৩১ মিনিটে গাম্বিয়ান ওমর জোবে প্রথমে ম্যাচে লিড এনে দেন শেখ জামালকে। বিরতির আগে অধিনায়ক সলোমন আরেক গোল করলে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মানিকের শিষ্যরা।
বিরতির পর আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা দুর্দান্ত গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। পরবর্তীতে আবাহনী একটি পেনাল্টিও পায়। জামালের ফুটবলাররা পেনাল্টি মেনে নিতে পারেননি। সেই পেনাল্টি থেকে আবাহনী সমতা আনতে না পারলেও ৮৮ মিনিটে হাইতিয়ান বেলফোর্টের গোলে ম্যাচে সমতা আসে। আগের লেগেও দুই দলের ম্যাচটি ২-২ গোলে ড্র ছিল। ওই ম্যাচে অবশ্য দুই দলের ফুটবলাররা লাল কার্ড দেখেছিলেন।
এজেড/এনইউ