চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে চিঠি চালাচালি চলছেই। প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস গতকাল বাফুফেকে ১২ আগস্টের খেলা পরিবর্তনের জন্য চিঠি দিয়েছে। ১২ তারিখ ভোররাতে বসুন্ধরা কিংস এএফসি কাপ খেলার জন্য মালদ্বীপের মালের উদ্দেশ্যে রওনা হবে। 

বসুন্ধরা কিংস বাফুফেকে আগে থেকেই ১১ তারিখের পর লিগের খেলা না রাখতে অনুরোধ করেছিল। পারিপার্শ্বিক নানা কারণে কিংসের অনুরোধ বাফুফে রাখতে পারেনি। ১২ আগস্ট কমলাপুর স্টেডিয়ামে আরামবাগের বিপক্ষে ম্যাচ দিয়েছে বাফুফে। 

১২ তারিখ ভোররাতে রওনা হওয়ায় ঐ দিন ম্যাচ খেলা সম্ভব না বলে চিঠি দিয়েছে কিংস। পাশাপাশি ওই ম্যাচ খেলে রওনা হলে খেলোয়াড়েরা বেশ ক্লান্তি ও অস্বস্তি অনুভব করবেন। যার প্রভাব পড়তে পারে এএফসি কাপে ম্যাচে, এমন শঙ্কাই করছে প্রিমিয়ার লিগের শীর্ষ দলটি। 

বাফুফে সূচি অনুযায়ী ২৭ আগস্ট বসুন্ধরার তিন ম্যাচ ছাড়াই লিগ শেষ হবে। ২৬ আগস্ট বসুন্ধরা মালদ্বীপ থেকে ফিরে বাকি তিন ম্যাচ খেলতে হবে। ওই তিন ম্যাচ আয়োজন করতে গেলে জাতীয় দলের সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে খেলা সম্ভব হবে না। আবার জাতীয় দলের ফিফা উইন্ডোতে ম্যাচ খেললে বসুন্ধরার প্রতিপক্ষ বাকি তিন দলকে এক ম্যাচের জন্য অনেক টাকা গুণতে হবে। 

এজেড/এনইউ