হাসপাতালে করোনা আক্রান্ত হলেন প্রবীণ ক্রীড়া সাংবাদিক কামরুজ্জামান
দেশের প্রথিতযশা ক্রীড়া সাংবাদিক মুহাম্মদ কামরুজ্জামান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজিটিভ হয়েছেন। তার ভাগিনা অ্যাডভোকেট পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
পারভেজ বলেন, কিছুক্ষণ আগে মামার করোনা পজিটিভ হওয়ার খবর পেলাম। বিষয়টি আমাদের জন্য উদ্বেগের। তবে মামার শারীরিক অবস্থা মোটামুটি স্বাভাবিক রয়েছে।
বিজ্ঞাপন
কামরুজ্জামান ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমের অনেকেরই শ্রদ্ধার মানুষ। তার অসুস্থতার খবর শুনে অনেকে এক পলক দেখতে গেছেন। তার দুই ডোজ ভ্যাকসিন নেওয়া আছে বলে জানান পারভেজ। তিনি বলেন, আমি দুই ডোজ ভ্যাকসিন নিয়েছি। মামাও আমার কাছাকাছি সময়ে দুই ডোজ সম্পন্ন করেছিলেন।
কামরুজ্জামান রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। করোনা পজিটিভ হওয়ায় তাকে কোভিড ইউনিটে স্থানান্তর করা হচ্ছে।
বিজ্ঞাপন
এজেড/এসএসএইচ