তার সংবাদ সম্মেলন নিয়ে ছিল অনেক আগ্রহ। লিওনেল মেসি কি সত্যিই বিদায় বলে ফেলবেন? বললে তার জন্য দায় দিয়ে যাবেন ক্লাবের কাউকে? যে লা লিগার নিয়মের জন্য বার্সেলোনার সঙ্গে তার নতুন চুক্তি হলো না, সেটার সভাপতি হাভিয়ের তেভেসকে নিয়ে কি কিছু বলবেন?

প্রশ্ন ছিল এমন আরও অনেক। কিন্তু কিছুই হয়নি। রোববার মেসির সংবাদ সম্মেলন শেষ হয়েছে সাদামাটাভাবেই। আবেগ তাড়িত মেসি অঝোরে কেঁদে বিদায় বলেছেন। জানিয়েছেন, তার সঙ্গে কেউ প্রতারণা করেননি সত্যি; তবে ছড়ানো হচ্ছে মিথ্যা কথা। 
 
তিনি বলেন, ‘আমি বেতন ৫০ শতাংশ কমাতে রাজি হয়েছি, সেটা নিয়ে দুই পক্ষের সম্মতও হয়েছিলাম। এরপর ক্লাব আমার কাছে আর কিছুর দাবি করেনি। অনেক কিছুই এখন বলা হচ্ছে যেগুলো সত্যি নয়।’

তার সঙ্গে প্রতারণা করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে বলেন, ‘না। আমরা যা কিছু সম্ভব করেছি। কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারিনি। আপনি যখন নিয়মিত কথা না বলবেন, আপনার ব্যাপারে অনেক কিছুই বলা হবে। কিন্তু সেসবের সবকিছু সব সময় সত্যি হয় না। আমি শুধু আমার দিক থেকে কী হয়েছে সেটা বলতে পারি। আমি সব সময় সৎ থেকেছি, কাউকে ধোঁকা দিইনি। এটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।’

বলা হচ্ছে লা লিগার নিয়মের কারণেই বার্সেলোনার সঙ্গে চুক্তি করতে পারেননি। তবে লা লিগা সভাপতি হাভিয়ের তেবেসের সঙ্গে মেসির কোনো বিবাদ নেই বলেই জানিয়েছেন তিনি। সঙ্গে বলেছেন, যতবারই তেবেসের সঙ্গে দেখা হয়েছে সম্পর্কটা ছিল বন্ধুত্বপূর্ণ। 

এ নিয়ে মেসি বলেছেন, ‘আমি শুধু জানি লা লিগার কারণে এটা (তাঁর বার্সায় থাকা) সম্ভব হয়নি। ক্লাবের দেনাও বেশি হয়ে গিয়েছিল। ক্লাবের পক্ষে দেনা আর বাড়ানো সম্ভব নয়। তেবাসের ব্যাপারে আমার কিছু বলার নেই, তাঁর সঙ্গে আমার দেখা হয়েছেই মাত্র কয়েকবার। প্রতিবারই আলোচনাগুলো বন্ধুত্বপূর্ণই ছিল। তেবাসের সঙ্গে আমার কোনো বিবাদ নেই।’

এমএইচ