মেসির বিদায়ে আবেগী তার স্ত্রীও
লিওনেল মেসির বিদায়ে কাঁদছে পুরো বার্সেলোনা। কেঁদেছেন তিনি নিজেও। মেসির পথচলার পুরোটা জুড়ে পাশে থাকা স্ত্রী আন্তেনেল্লো রোকুজ্জেকে মেসির কান্না স্পর্শ করবে না তা কী করে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে তিনি ফুটিয়ে তুলেছেন নিজের আবেগ।
রোকুজ্জে লিখেছেন, ‘এখানে কাটানো এতগুলো বছর এত অল্প কথায় স্মৃতিচারণ করা আসলেই কঠিন। এত আবেগ জড়িয়ে আছে এখানে যে আমাদের জীবনে চিরকাল সেটার (বার্সেলোনার) ছাপ থেকে যাবে।’
বিজ্ঞাপন
অতীতের চেয়ে শক্তিশালী হয়ে ফিরে আসার বার্তা দিয়ে তিনি লিখেন, ‘কথায় আছে যা আমাদের মেরে ফেলে না, সেটা আমাদের আরও শক্তিশালী করে। আমরা আবার মাঠে নামব তবে নিশ্চিতভাবেই অতীত এর চেয়ে শক্তিশালী হয়ে।’
মেসিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত সমর্থকদের কাছে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি লিখেছেন, ‘অন্যভাবে বিদায় বলতে পারলে খুশি হতাম। যদিও আমার মতে ফেয়ারওয়েল কখনোই ভালো কিছু নয়। পূর্বের ম্যানেজমেন্ট এর সাথে যা হয়েছে তার পরও আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি থেকে যাওয়ার।’
বিজ্ঞাপন
সবশেষে মেসি ধন্যবাদ জানিয়েছেন বার্সায় তার দীর্ঘদিনের পথচলায় পাশে থাকা সকল সতীর্থ ও ভক্ত সমর্থকদের। আবার দেখা হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন তিনি। ২১ বছরের সম্পর্কের ইতি টেনে বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন মেসি। ক্লাবটিতে পেয়েছেন অনেক সাফল্য। এবার নতুন কিছু করার পালা আর্জেন্টাইন তারকার।
এমএইচ