মেসি চাইছেন, ফরাসি লিগের নিয়ম বদলে গেল তাই
তর্কসাপেক্ষে সর্বকালের সেরাদের একজন এখন চলে এসেছেন পিএসজিতে। তার জন্যে বিশেষ আয়োজনের যেন শেষ নেই প্যারিসে। লিওনেল মেসি বিশেষ একটা আয়োজন পেলেন খোদ ফরাসি লিগের কাছ থেকেও। তার চাওয়ায় এবার বদলে গেছে ফ্রেঞ্চ লিগওয়ানের এক নিয়মও!
গুঞ্জন আগে থেকেই ছিল। মঙ্গলবার সব গুঞ্জনের অবসান ঘটিয়ে মেসি চলে গেছেন ফরাসি ক্লাব পিএসজিতে। বেতন বোনাস মিলিয়ে সেখানে তার বাৎসরিক আয়টা দাঁড়াবে ৩৫ মিলিয়ন ইউরোর মতো।
বিজ্ঞাপন
ইউরোপীয় সংবাদ মাধ্যমের উড়ো খবর, নেইমার নাকি সেখানে তার দশ নম্বর জার্সিটাও দিয়ে দিতে চেয়েছিলেন মেসিকে। কিন্তু সে প্রস্তাবে সায় মেলেনি আর্জেন্টাইন তারকার। আরেকটা গুঞ্জন ছিল ১৯ নম্বর জার্সি পরার। তবে তিনি পিএসজির কাছে চেয়েছেন ত্রিশ নম্বর জার্সিটা, যে নম্বরটা পরে তিনি প্রথমবারের মতো নেমেছিলেন বার্সেলোনার হয়ে।
তবে মেসির সে চাওয়ায় একটা সমস্যা তৈরি হয়েছিল। কারণ লিগের নিয়মে সাফ বলে দেওয়া আছে ১, ১৬ আর ৩০ নম্বরটা তোলা রাখতে হবে গোলরক্ষকের জন্য। কিন্তু মেসি তো আর গোলরক্ষক নন! তাহলে?
বিজ্ঞাপন
বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে নিজেদের করে নিতে সে নিয়মটাই বদলে দিল ফরাসি লিগ কর্তৃপক্ষ। বলে দিয়েছে, মেসির ৩০ নম্বর জার্সিতে আর সমস্যা নেই লিগের। বিষয়টা প্রযোজ্য লিগের অন্য দলের ক্ষেত্রেও, ফলে এখন লিগ ওয়ানের গোলরক্ষকদের জার্সি থাকবে কেবল ১ আর ১৬।