মেসি আসার পর এমবাপের পিএসজি ছাড়ার কারণ নেই
পিএসজির আক্রমণভাগটা একবার চিন্তা কর দেখুন- লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপে। যেকোনো দলের রক্ষণভাগের জন্যই আতঙ্কের। মেসি আসায় দুর্দান্ত এক আক্রমণভাগ দেখার স্বপ্ন দেখছেন ক্লাবটির সমর্থকরা। এমন সময় কি না গুঞ্জন, দল ছাড়বেন এমবাপে।
মেসি আসায় দলে তার গুরুত্ব কমে যাবে, এমন ভাবনা থেকেই এমবাপে দল ছাড়তে চান বলে খবর বের হয়। পিএসজির সঙ্গে যদিও তার চুক্তির মেয়াদ শেষ হবে চলতি মৌসুম শেষ হলেই। তবে এই তারকা চলতি মৌসুমেই দল ছাড়তে পারেন বলে গুঞ্জন ছড়ায়।
বিজ্ঞাপন
তাতে অবশ্য কান দিচ্ছেন না পিএসজির মালিক নাসির আল খেলাইফি। বুধবার সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে মেসিকে পিএসজির খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। সেখানেই খেলাইফির কাছে প্রশ্ন আসে এমবাপে থাকছেন কি না।
জবাবে তিনি বলেন, ‘এমবাপে একজন পারিসিয়ান। সে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাবের একজন খেলোয়াড়। তেমন একটি দলই চেয়েছিল। এখন আমাদের চেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল আর কেউ নেই। এখানে থাকা ছাড়া আর কোনো কিছু করার কারণ নেই তার।’
বিজ্ঞাপন
পরে ফ্রান্সের সংবাদ মাধ্যম লা প্যারিসিয়ানকেও একই কথা বলেন খেলাইফি, ‘এমবাপে ও তার পরিবারের সঙ্গে আমাদের যেসব কথা হচ্ছে, সেটা গোপনীয় ব্যাপার। মেসি আসায় সে অনেক খুশি। কোনো ঝামেলাই নেই এখানে। এমবাপে দারুণ একটা দল চেয়েছিল। এখানে থাকার জন্য সবকিছুই আছে ওর। সেটাই বলেছি, ওর ক্লাব ছাড়ার পেছনে আর কোনো অজুহাত থাকতে পারে না।’
২০১৫ সালের পর চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি লিওনেল মেসির। পিএসজি সেটা জিততে পারেনি কখনোই। এমবাপেরও ছুঁয়ে দেখা হয়নি এই শিরোপা। সবারই লক্ষ্যটা যখন এক, এবারের ইউরোপ সেরার মঞ্চে তাই পিএসজি হয়তো তৈরি করতে পারে নতুন ইতিহাস।
এমএইচ