মেসির উপস্থিতিতে লিগ ওয়ান এক ধাপ এগিয়ে গেল
লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইঁয়ে নাম লিখিয়েছেন, এটি বেশ পুরোনো খবর। লা-লিগা ছেড়ে মেসি খেলবেন লিগ ওয়ানে। জনপ্রিয় এই ফুটবলারের উপস্থিতিতে শুধু পিএসজি-ই নয়, লিগ ওয়ানও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফি।
মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর খেলাইফি বলেন, ‘লিগ ওয়ান এক ধাপ এগিয়ে গেল। এখন টিভি স্বত্ব থেকে শুরু সবাই উপরে উঠবে। সবাই এখন পিএসজিকে দেখতে চাইবে। আমাদের সামনে এখন সবার জন্য কিছু করার সুযোগ, এই ক্লাব, এই শহর, ভক্ত, এটা কেবলই শুরু। কঠোর পরিশ্রম শুরু হবে এখান, প্রথমত মাঠে, এরপর বাইরে।’
বিজ্ঞাপন
সঙ্গে আরও বলেন খেলাইফি, ‘মেসিকে পিএসজি খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিতে পেরে আমি খবই খুশি ও গর্বিত। এটা বিশ্ব ফুটবল ও ক্লাবের জন্য ঐতিহাসিক ও অবিশ্বাস্য একটি দিন। আমাদের জন্য এটা অসাধারণ এক মুহূর্ত। একমাত্র খেলোয়াড় হিসেবে ছয়টি ব্যালন ডি’অর জিতেছে মেসি। তাকে এখানে পাওয়াটা সম্মানের।’
২০২০ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেনি পিএসজি। এবার দলের শক্তি বেড়েছে আরও। পিএসজিতে নাম লিখিয়েছেন সার্জিও রামোস, জর্জিনিয়ো ভেইনালডাম, জানলুইজি দোন্নারুম্মা, আশরাফ হাকিমি। সবশেষ সংযোজন মেসি।
বিজ্ঞাপন
খেলাইফি জানালেন, ‘মেসি অনেক শিরোপা জিতেছে, আমি নিশ্চিত, আমাদের অনেক শিরোপা এনে দেবে। আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই। জিততে চাই প্রতিটি ট্রফি। কিন্তু এখনও আমরা কিছু জিতিনি। ম্যাচ জিততে আমাদের পরিশ্রম করতে হবে। শিরোপা জিততে আমাদের জেতার মানসিকতা ও শৃঙ্খলা প্রয়োজন হবে।’
টিআইএস