বেনজেমার জোড়া গোলে শুভসূচনা রিয়ালের
গোল নেই প্রথমার্ধে, উল্টো আলাভেস চোখ রাঙাচ্ছিল বেশ। এমন এক ম্যাচে জোড়া গোল করে ব্যবধানটা গড়ে দিলেন রিয়াল মাদ্রিদের ‘টালিসমান’ কারিম বেনজেমা। তাতে রিয়াল মাদ্রিদ ম্যাচটা জিতল ৪-১ গোলে, চলতি লা লিগা মৌসুমে করল শুভসূচনা।
প্রতিপক্ষের মাঠে বিরতির আগে রিয়াল মাদ্রিদ সুযোগ পেয়েছিল বেশ। কিন্তু কাজে লাগাতে পারেনি একটিও। আলাভেসও সুযোগ পেয়েছে রিয়ালের সমানই, কিন্তু সুযোগ কাজে লাগানো হয়নি তাদেরও। এডেন হ্যাজার্ডের দারুণ এক ফ্লিকে দুর্দান্ত এক ভলি করে বসলেন বেনজেমা, তাতেই এগিয়ে গেল রিয়াল। ৫৬ মিনিটে ব্যবধান বাড়ায় রিয়াল। মদ্রিচের চৌকস ক্রসে বলটা জালে পাঠান নাচো ফের্নান্দেজ।
বিজ্ঞাপন
এর চার মিনিট পর আবারও বেনজেমার গোল। তাতে ম্যাচটা চলে যায় আলাভেজের ধরাছোঁয়ার বাইরে। ৬৫ মিনিটে হোসেলুর পেনাল্টি থেকে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিত দিয়েছিল স্বাগতিকরা। কিন্তু শেষ মুহূর্তে ভিনিসিয়াসের গোলে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ কার্লো অ্যানচেলত্তির রিয়াল মাদ্রিদ।
এনইউ
বিজ্ঞাপন